shono
Advertisement

‘আমাকে কেউ কাকা বলে ডাকবেন না’! কেন এমন মন্তব্য রবীন্দ্রনাথ ঘোষের?

কাকে বার্তা দিতে চাইলেন মন্ত্রী? The post ‘আমাকে কেউ কাকা বলে ডাকবেন না’! কেন এমন মন্তব্য রবীন্দ্রনাথ ঘোষের? appeared first on Sangbad Pratidin.
Posted: 06:22 PM Sep 23, 2018Updated: 06:22 PM Sep 23, 2018

বিক্রম রায়, কোচবিহার: এঁদো গোলি থেকে তুলে এনে নিজের সন্তান স্নেহে রাজনীতির আঙিনা চিনিয়েছেন তিনিই৷ নিজে দাঁড়িয়ে থেকে ভোটে জিতিয়েছেন নিজের ‘সন্তান’কে৷ কিন্তু, ক্ষমতার অলিন্দে পৌঁছতেই বেড়েছে দূরত্ব৷ নিজের সন্তান স্নেহে ‘লালনপালন’ করা ‘ভাইপো’ আজ বদলে গিয়েছে৷ ঠান্ডা হয়েছে সম্পর্ক৷ ফলে ‘ভাইপো’র উপর ক্ষুব্ধ হয়ে ‘কাকা’ ডাকেই আপত্তি তুললেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ৷

Advertisement

[পরিবার প্রেমের স্বীকৃতি দেয়নি, একই ওড়নার ফাঁসে আত্মঘাতী যুগল]

রবিবার ছুটির দিনে সাংবাদিক বৈঠক করে হাতজোড় করে রবীন্দ্রনাথ ঘোষ নাম না করে বলেন, ‘‘আমাকে যেন কেউ কাকা বলে আর না ডাকে৷ নাম ধরে ডাকুক৷ জ্যাঠা, মামা, ভাই, পিসা বলে ডাকুক৷ তাতেও আমার কোনও আপত্তি নেই৷ কিন্তু, হাতজোড় করে বলছি, আমাকে কেউ কাকা বলে ডাকবেন না৷’’ কিন্তু, কেন হঠাৎ কেন ‘কাকা’ ডাকে আপত্তি জানালেন রবীন্দ্রনাথ বাবু? কৌশলী উত্তরে মন্ত্রী বলেন, ‘‘কে আমাকে কাকা বলে ডাকে, তা তাঁরা ভালই জানেন৷ ফলে, আমার অনুরোধ, তাঁরা ভবিষ্যতে যেন আর কাকা বলে না ডেকে৷ এটাই আমরা আর্জি৷’’

[পুজোয় হাসবে ওরাও, হাতখরচ বাঁচিয়ে পথশিশুদের জামা দিলেন তমলুকের যুবকরা]

নাম না করে এদিন ঠিক কাকে বার্তা দিতে চাইলেন রবীন্দ্রনাথ ঘোষ? কোচবিহারের রাজনীতিতে এই নিয়ে শুরু হয়েছে জোরজল্পনা৷ স্থানীয় রাজনৈতিক মহল মনে করছেন, এর পিছনে রয়েছে মন্ত্রীর একরাশ ‘অভিমান’৷ পর্যবেক্ষক মহলের একাংশ মনে করছেন, মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের হাত ধরে রাজনীতির ময়দানে পা রাখেন পার্থপ্রতিম রায়৷ সেকথা নিজেও জানিয়েছেন কোচবিহারের সাংসদ৷ দলের কর্মী-সমর্থকরাও সেকথা জানানে৷ নিজের রাজনৈতিক ‘গুরু’ হিসাবে কোচবিহারের তৃণমূল সাংসদ পার্থপ্রতিম রায়, রবীন্দ্রনাথবাবুকে ‘কাকা’ বলে ডাকতেও শুনেছেন কর্মীরা৷ অভিযোগ, লোকসভা ও সদ্যসমাপ্ত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দু’জনের সম্পর্কে জটিলতা বাড়তে থাকে৷ দিনহাটায় তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ থেকে শুরু করে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে মন্ত্রী ও সাংসদের মধ্যে বিরোধ চরমে ওঠে৷ অভিযোগ, সাংসদের বউদিকে হারিয়ে দেওয়ার অভিযোগ ওঠে মন্ত্রীর অনুগামীদের বিরুদ্ধে৷

[ইসলামপুর কাণ্ডে আটক বিতর্কিত উর্দু শিক্ষক, জেরা পুলিশের]

মন্ত্রী ও সাংসদ গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বকে কেন্দ্র করে চূড়ান্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন মন্ত্রী৷ এছাড়াও, রাজনীতির ময়দানে তুলে আনা জেলা সভানেত্রী শুচিস্মিতা দেববর্মন গোষ্ঠীর সঙ্গে মন্ত্রী গোষ্ঠীর বিবাদকে কেন্দ্র করেও বেশ কিছুদিন ধরেই ক্ষুব্ধ ছিলেন রবীন্দ্রনাথবাবু৷ কর্মী-সমর্থকরা জানান, শুচিস্মিতাদেবীও রবীন্দ্রনাথবাবুকে ‘কাকা’ বলে ডাকতেন৷ দলীয় কর্মী মহলের একাংশের ধারণা, রাজনীতিতে সদ্য আত্মপ্রকাশ হওয়া পার্থপ্রতিম রায় ও শুচিস্মিতা দেববর্মনের সঙ্গে রবীন্দ্রনাথবাবুর সম্পর্ক অবনতি হওয়ায় কারণেই এদিন নিজের ‘অভিমান’ ব্যক্ত করেন৷ তবে, মন্ত্রীর ‘অভিমান’ প্রসঙ্গে বিতর্কের ঝাঁজ আরও বাড়িয়েছেন সাংসদ পার্থপ্রতিম রায় নিজেই৷ এদিন সংবাদমাধ্যমে পার্থবাবু বলেন, ‘‘বাবা, বাবাই হন৷ আর কাকা, কাকাই৷’’

The post ‘আমাকে কেউ কাকা বলে ডাকবেন না’! কেন এমন মন্তব্য রবীন্দ্রনাথ ঘোষের? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement