shono
Advertisement

জিও ব্যবহার করছেন? ভুলেও এই ফাঁদে পা দেবেন না

আপনার কাছেও এমন মেসেজ আসছে না তো? The post জিও ব্যবহার করছেন? ভুলেও এই ফাঁদে পা দেবেন না appeared first on Sangbad Pratidin.
Posted: 07:08 PM Jan 24, 2017Updated: 01:38 PM Jan 24, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি রিলায়েন্স জিও ব্যবহার করছেন আপনার ফোনে? আপনার কাছেও কি দৈনিক ডেটা লিমিট বাড়ানোর জন্য কোনও মেসেজ আসছে? তবে সাবধান থাকুন। সেই মেসেজ ক্লিক করলেই নিজের অজান্তেই সাইবার অপরাধীদের পাতা ফাঁদে পা দিয়ে দেবেন আপনি। ভুয়ো মেসেজের মাধ্যমে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরি করছে সাইবার অপরাধীরা।

Advertisement

(৫ হাজার টাকারও কম দামে ৫টি সেরা 4G স্মার্টফোন)

মূলত, ফেসবুক থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে এই ভুয়ো মেসেজ। এই মেসেজে বলা হচ্ছে, জিও গ্রাহকরা এই //upgrade-jio4g.ml/ লিঙ্কে ক্লিক করেই দৈনিক ১ জিবি ডেটা বাড়িয়ে নিতে পারবেন ১০ জিবি পর্যন্ত। কিন্তু লিঙ্কে ক্লিক করলেই প্রথমেই গ্রাহকের মোবাইল নম্বর, ই-মেল আইডি চাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। দ্বিতীয় ধাপে যদি গ্রাহক তাঁর তথ্য শেয়ার করে দেন তখন তাঁদের বলা হচ্ছে, এই মেসেজটি নিজের হোয়াটসঅ্যাপ থেকে আরও দশটি গ্রুপ অথবা বন্ধুকে শেয়ার করার জন্য। যাতে তাঁরাও এই পরিষেবা নিতে পারেন। আদতে ওই ওয়েবসাইটের লিঙ্ক মারফত ভুয়ো অফারের জন্য গ্রাহকদের সাইন আপ করানো হচ্ছে।

(ফ্যানদের খুশি করতে সেক্স টেপ প্রকাশ করবেন ইনি!)

যদিও ওই পোজটির নিচে পরিষ্কার করে উল্লেখ করা আছে, ‘Go4G’ পরিষেবা রিলায়েন্স জিও-র সঙ্গে কোনওভাবেই সংযুক্ত নয়। তবুও জানা গিয়েছে, গ্রাহকরা ওই মেসেজের ফাঁদে পড়ে যাচ্ছেন।

(ফ্রি ডেটা-ভয়েস কলের পর এবার জলের দরে 4G VoLTE ফোন আনল Jio)

প্রসঙ্গত, বিষয়টি গোচরে আসতেই মুখ খুলেছেন রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি। তিনি জানিয়েছেন, গ্রাহকদের ফ্রি ডেটা পরিষেবার অপব্যবহার এবং অন্য সার্ভিস প্রোভাইডারদের জন্য নেটওয়ার্ক তৈরি করার স্বার্থে কেউ বা কারা এই কাজ করছে। তিনি গ্রাহকদের কোনওরকম ভুয়ো মেসেজের ফাঁদে পা না দিতেই আবেদন করেছেন।

(৩১ মার্চের পর আরও তিন মাস ‘ফ্রি’ 4G ডেটা দেবে Jio)

The post জিও ব্যবহার করছেন? ভুলেও এই ফাঁদে পা দেবেন না appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement