সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ম্যাচ খেলায় ক্লান্তি আর চাপ বাড়ছে ক্রিকেটারদের। মিলছে না পর্যাপ্ত বিশ্রাম। ঠাসা ক্রীড়াসূচি নিয়ে একাধিকবার বোর্ডের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে ক্রিকেটারদের। এবার তাঁদের চাপ মুক্তির পরামর্শ দিলেন খোদ কপিল দেব। বলে দিলেন, চাপ অনুভূত হলে আইপিএল খেলার প্রয়োজন নেই!
বরাবরই সোজাসাপটা পরামর্শ দিতে পছন্দ করেন বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব (Kapil Dev)। বর্তমানে ক্রিকেটারদের মধ্যে আইপিএল খেলার প্রবণতা এতটাই বেড়ে গিয়েছে, যে সেই টুর্নামেন্টে চোট লাগলে অনেক সময় দেশের হয়ে খেলতে পারছেন না। আবার ফ্র্যাঞ্চাইজিগুলিও ক্রিকেটারদের চাপ দেয়, যাতে তাঁরা গোটা টুর্নামেন্টেই খেলেন। কিন্তু এই চাপ থেকে মুক্তির উপায় খুঁজে পান না তাঁরা। তা নিয়েই পরামর্শ দিলেন কপিল।
[আরও পড়ুন: ফোনে নজরদারি চালাচ্ছে হোয়াটসঅ্যাপের ক্লোন, চুরি করছে তথ্য! আপনার ফোনে নেই তো?]
সম্প্রতি একটি সভায় ক্রিকেটপ্রেমীদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন হরিয়ানা হ্যারিকেন। সেখানেই তিনি বলেন, “প্রায়ই টিভিতে শুনতে পাই, ক্রিকেটারদের উপর আইপিএলে (IPL) খেলার ভীষণ চাপ থাকে। এক্ষেত্রে একটাই কথা বলব, খেলার দরকার নেই।” আসলে কপিল দেব চান না, আইপিএলের জন্য আলাদা করে কোনও তারকার চাপ অনুভূত হোক। তবে সঙ্গে এও দাবি করেন, ভালবেসে খেললে, চাপ বলে কিছু থাকে না।
তিরাশির বিশ্বকাপ জয়ী দলের ক্যাপ্টেন কপিল দেব বলে দেন, “খেলার প্রতি কোনও ক্রিকেটারের ভালবাসা থাকলে, খেলাটা তার কাছে কখনওই চাপের হয় না।” সাম্প্রতিক কালে একাধিক ক্রিকেটারের অবসাদ, হতাশার ঘটনাও উঠে এসেছিল শিরোনামে। কপিল অবশ্য এসব শব্দকে স্ট্রেট ড্রাইভে মাঠের বাইরে পাঠাচ্ছেন। বলেন, “ডিপ্রেশনের (অবসাদ) মতো মার্কিন শব্দগুলো আমার ঠিক মাথায় ঢোকে না। আমি একজন কৃষক। খেলাটা উপভোগ করে খেলি। আর উপভোগ করলে কখনওই তা চাপ বলে মনে হয় না।”