shono
Advertisement

সমাধির কাছে যান বিক্রম, চায় না সনিকার পরিবার

প্রায় দিনই নাকি সনিকার সমাধির পাশে গিয়ে বসে থাকেন অভিনেতা৷ The post সমাধির কাছে যান বিক্রম, চায় না সনিকার পরিবার appeared first on Sangbad Pratidin.
Posted: 08:38 PM May 19, 2017Updated: 03:10 PM May 19, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর কথায় অসঙ্গতি পেয়েছে পুলিশ৷ তদন্ত এখনও চলছে৷  বিক্রমের গাড়ি পরীক্ষা করে জানা গিয়েছে প্রতি ঘণ্টায় একশো কিলোমিটারেরও বেশি গতিবেগে চলছিল নামী কোম্পানির গাড়িটি৷ প্রথমে মদ্যপানের কথা অস্বীকার করলেও পরে পুলিশের কাছে অল্প ড্রিঙ্ক করার কথা স্বীকার করে নেন অভিনেতা৷ অবশ্য তাঁর দাবি ছিল মদ্যপান করলেও মদ্যপ ছিলেন না তিনি৷ একের পর এক ঘটনাস্রোত বয়ে গিয়েছে৷ এখনও মানুষের মনে টাটকা পথ দুর্ঘটনায় মডেল সনিকা সিং চৌহানের মৃত্যুর স্মৃতি৷ জল্পনা-কল্পনা, বিচার-বিশ্লেষণ, অনেক কিছুই হয়েছে৷ কিন্তু আসলে কী ঘটেছিল সেদিন তা বোধহয় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের থেকে বেশি কেউ জানেন না৷ কারণ সেই একটা রাতই রাতারাতি বদলে দিয়েছে তাঁর জীবন৷

Advertisement

[মহিলা পুরোহিতের মন্ত্রোচ্চারণেই ছেলের বিয়ে, নজির বিজেপি নেতার]  

এই বদলে যাওয়া জীবনেও সনিকার স্মৃতিই বোধহয় তাঁকে কুড়ে কুড়ে খাচ্ছে৷ ইদানীং অভিনেতাকে নাকি প্রায়ই দেখা যাচ্ছে লোয়ার সার্কুলার রোডের সমাধিক্ষেত্রে৷ সেখানেই সমাধিস্থ করা হয়েছে সনিকাকে৷ শোনা যাচ্ছে, সনিকার সমাধির পাশে নাকি ঘণ্টার পর ঘণ্টা বসে থাকছেন বিক্রম৷ গত বুধবার ছিল বিক্রমের জন্মদিন৷ সেদিনও বিক্রম গিয়েছিলেন সমাধিক্ষেত্রে৷ হাতে নাকি তাঁর ছিল লাল গোলাপ ফুল৷

বিক্রমের বারবার সনিকার সমাধি দর্শনে আসা মোটেও পছন্দ নন সনিকার পরিবারের৷ তাঁদের অভিযোগ, এ অভিনেতার কুমিরের কান্না৷ সনিকার এক আত্মীয় প্রশ্ন তুলেছেন, এতই যখন অনুশোচনা হয়েছিল৷ তাহলে দুর্ঘটনার পর থেকে একবারও সনিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি কেন বিক্রম? সমাধিক্ষেত্রে বসে না থেকে কেন সনিকার বাবা-মায়ের সঙ্গে গিয়ে দেখা করছেন না তিনি? কেন ওই রাতের সমস্ত সত্যি কথা স্বীকার করছেন না?

[মুখ্যমন্ত্রীর প্রশ্রয়েই দেশদ্রোহী কথাবার্তা বরকতির, বিস্ফোরক দিলীপ]

বিক্রমের সনিকার সমাধির কাছে যাওয়া নিয়ে আপত্তি তুলেছে তাঁর পরিবার৷ এ নিয়ে ক্রিশ্চান বারিয়াল বোর্ডের কাছে অভিযোগও জানিয়েছেন তাঁরা৷ সমাধিক্ষেত্রে বিক্রমের প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে সনিকার পরিবারের পক্ষ থেকে৷ তবে বোর্ডের তরফে জানানো হয়েছে, এমন প্রকাশ্যস্থানে কারও প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা যায় না৷

[১০৫ বছর বয়সে হাইস্কুল ডিপ্লোমা পেলেন এই বৃদ্ধা]

The post সমাধির কাছে যান বিক্রম, চায় না সনিকার পরিবার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement