shono
Advertisement
Murshidabad

নাকা তল্লাশিতে মিলল সাফল্য, ৩৫ কোটি টাকার মাদক উদ্ধার মুর্শিদাবাদে

হোটেলের ঘর থেকে উদ্ধার ৩৮ লক্ষ টাকা।
Published By: Suhrid DasPosted: 06:01 PM Mar 17, 2025Updated: 06:14 PM Mar 17, 2025

শাহজাদ হোসেন, জঙ্গিপুর: বিপুল পরিমাণ মাদক ও কয়েক লক্ষ টাকা উদ্ধার হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। ঘটনায় গ্রেপ্তার ২ ব্যক্তি। উদ্ধার হওয়া ওই মাদকের বাজারমূল্য প্রায় ৩৫ কোটি টাকা। এই ঘটনা এক বড় সাফল্য। সোমবার এমনই দাবি করেছেন পুলিশ আধিকারিকরা। ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে নাকা তল্লাশি শুরু হয় রঘুনাথগঞ্জ থানার তালাই মোড় এলাকায়। ১২ নম্বর জাতীয় সড়কের উপর তল্লাশির সময় এক যুবককে যেতে দেখে পুলিশের সন্দেহ হয়। বাইক নিয়ে ওই যুবক বহরমপুরের দিক থেকে আসছিল। তাঁকে ধরে শুরু হয় তল্লাশি। উদ্ধার হয় একাধিক প্যাকেট। বিশাল পরিমাণ হেরোইন উদ্ধারের ঘটনায় চক্ষুচড়কগাছ হয় তদন্তকারীদের।

ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। ধৃত ব্যক্তির নাম কুরবান শেখ, বাড়ি কৃষ্ণশাইল গ্রামে। জানা যায়, উদ্ধার হওয়া ওই হেরোইনের পরিমাণ ৩ কেজি। ওই বিপুল পরিমাণ হেরোইনের বাজার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা। এরপরই ধৃতকে ধারাবাহিক জেরা শুরু হয়। কোথা থেকে ওই বিপুল পরিমাণ মাদক নিয়ে আসা হচ্ছিল? কোথায়ই বা নিয়ে যাওয়া হচ্ছিল? সেই প্রশ্ন ওঠে। কত বড় চক্র কাজ করছে? কারা আছে সেই চক্রে? সেসব প্রশ্ন জিজ্ঞাসাবাদ শুরু হয়।

জিজ্ঞাসাবাদে নাজির হোসেন নামে আরও এক ব্যক্তির নাম উঠে আসে। ওই ব্যক্তি ওমরপুরের একটি বেসরকারি হোটেলে রয়েছেন। তার কাছেই ওই হেরোইন পৌঁছে দেওয়ার কথা ছিল বলে ধৃত ব্যক্তি জানায়। এরপরেই পুলিশ ১২ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা ওই হোটেলে হানা দেয়। একটি ঘরে ঘাঁটি গেড়েছিল ওই ব্যক্তি। তাকে গ্রেপ্তার করা হয়। ওই ঘর থেকে উদ্ধার হয় ৩৮ লক্ষ ১৫ হাজার টাকা। হোটেলের ঘরে মেশিন নিয়ে গিয়ে সেই বিপুল পরিমাণ টাকা গোনা হয়। 

ধৃত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে বহু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে, সেই অনুমান করছেন তদন্তকারীরা। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে ধারাবাহিক জেরা করা হবে। সেই কথাও বলা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিপুল পরিমাণ মাদক ও কয়েক লক্ষ টাকা উদ্ধার হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে।
  • ঘটনায় গ্রেপ্তার ২ ব্যক্তি। উদ্ধার হওয়া ওই মাদকের বাজারমূল্য প্রায় ৩৫ কোটি টাকা।
  • এই ঘটনা এক বড় সাফল্য। সোমবার এমনই দাবি করেছেন পুলিশ আধিকারিকরা।
Advertisement