shono
Advertisement

রথের মেলায় তাণ্ডব মদ্যপ পুলিশকর্মীর, বারাসতে নাক কাটা গেল প্রশাসনের

ভিডিওয় দেখুন মদ্যপ পুলিশকর্মীর কাণ্ড৷ The post রথের মেলায় তাণ্ডব মদ্যপ পুলিশকর্মীর, বারাসতে নাক কাটা গেল প্রশাসনের appeared first on Sangbad Pratidin.
Posted: 10:49 AM Jul 16, 2018Updated: 11:19 AM Jul 16, 2018

ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত: হাতে দেশি মদের বোতল৷ নেশায় টালমাটাল অবস্থা৷ রঙিন আমেজে বুঁদ হয়ে রথের মেলায় ঘুরছেন এক পুলিশকর্মী৷ শুধু ঘুরছেনই না, সঙ্গে মহিলাদের গায়েও হাত দিচ্ছেন অবাঞ্চিতভাবে৷ পাশাপাশি উর্দির ‘পাওয়ার’ প্রদর্শন করে মারধরও করেন কয়েকজনকে৷ বারাসতের হেলা বটতলার রথের মেলায় ঘটল এমনই লজ্জাজনক ঘটনা৷ আর সোশ্যাল মিডিয়ার দৌলতে ঘটনার ভিডিও ভাইরাল৷

Advertisement

[বিশ্বকাপের ফাইনালে পেনাল্টি বিতর্কে আর্জেন্টাইন রেফারি নেস্টর পিতানা]

বারাসতের হেলা বটতলায় চলছে রথের মেলা৷ এসেছেন প্রচুর মানুষ৷ রাতের দিকে মেলায় আসেন এক পুলিশকর্মী৷ অভিযোগ, হাতে মদের বোতল নিয়ে ঘুরে বেড়াতে শুরু করেন তিনি৷ তাঁর উর্দিতে থাকা নেমপ্লেটে নাম লেখা সঞ্জীবকুমার মিত্র৷ জিজ্ঞাসাবাদ করলে নিজেকে বারাসত থানার এসআই বলে দাবি করেন তিনি৷ তারপর নিজ মূর্তি ধরেন মদ্যপ পুলিশকর্মী। একাধিক মহিলার বুকেও হাত দেন তিনি৷ প্রতিবাদ করলে মারধরও করেন কয়েকজনকে৷ কোমর থেকে মদের বোতল বের করে সদম্ভে ঘোষণা করেন ‘বাংলা খাচ্ছি’৷ তারপর পরিস্থিতি বেগতিক দেখে পিঠটান দেন তিনি৷

একজন পুলিশকর্মীর এহেন জঘন্য আচরণে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা৷ অভিযুক্তর বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা৷ যাঁদের হাতে জনসাধারণের নিরাপত্তার গুরুভার রয়েছে, তাঁরাই যদি এমন আচরণ করে তাহলে পুলিশের কি আদৌ উপর ভরসা করা যাবে? উঠছে এমন প্রশ্নও৷ ইতিমধ্যে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়৷ উঠেছে সমালোচনার ঝড়৷

দেখুন ভিডিও:

The post রথের মেলায় তাণ্ডব মদ্যপ পুলিশকর্মীর, বারাসতে নাক কাটা গেল প্রশাসনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার