shono
Advertisement

পুলিশকে চড় মদ্যপ যুবতীর, ভাইরাল ভিডিও

ভিডিওটি ১৫ জুনের বলে জানা গিয়েছে৷ মদ্যপ অবস্থায় মুম্বইয়ের রাস্তায় গাড়ি চালাচ্ছিল গৌরী৷ সঙ্গে ছিল তার দুই পুরুষ বন্ধু৷ নেশাগ্রস্থ অবস্থায় তার গাড়ি সোজা গিয়ে ধাক্কা মারে রাস্তার ডিভাইডারে৷ The post পুলিশকে চড় মদ্যপ যুবতীর, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 11:44 PM Jun 28, 2016Updated: 06:39 PM Jun 28, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে চোরের মায়ের বড় গলা৷ এই ঘটনা তারই প্রকৃষ্ট উদাহরণ৷ নিজেই দোষ করল৷ আর তারপর দোষ স্বীকার করা তো দূর অস্ত, থানার ভিতরে রীতিমতো তাণ্ডব করল মুম্বইয়ের বাসিন্দা ২১ বছরের গৌরী! সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷

Advertisement

ভিডিওটি ১৫ জুনের বলে জানা গিয়েছে৷ মদ্যপ অবস্থায় মুম্বইয়ের রাস্তায় গাড়ি চালাচ্ছিল গৌরী৷ সঙ্গে ছিল তার দুই পুরুষ বন্ধু৷ নেশাগ্রস্ত অবস্থায় তার গাড়ি সোজা গিয়ে ধাক্কা মারে রাস্তার ডিভাইডারে৷ সেখানে উপস্থিত পুলিশ গাড়ির দিকে এগিয়ে যায়৷ ওই যুবতীকে গাড়ি থেকে নামতে বলা হলে পুলিশের মুখে থুথু ছিটিয়ে দেয় সে৷ কোনওরকমে তিনজনকে গ্রেফতার করে ওরলি থানায় নিয়ে যাওয়া হয়৷ সেখানে আরেক প্রস্থ নাটক হয়৷

পুলিশকে থাপ্পড় মেরে বসে নেশায় চুর ওই যুবতী৷ দুই বন্ধু তাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও থামানো যায়নি৷ টলমল পায়েই পুলিশ অফিসারকে লাথি মারে সে৷ থানার কম্পিউটার, টেলিফোন সব ছুঁড়ে ফেলে দিতে থাকে৷ “আমি শুধু আমার বাবার কথা শুনব৷ আর কারও কথা শুনব না৷ আপনারও নয়৷” অজস্র গালিগালাজ সহযোগে চিৎকার করে বলতে থাকে সে৷ বেশ খানিকক্ষণ এই নাটক চলার পর মহিলা পুলিশ গৌরীকে ধরে জেলে ভরে দেয়৷

তিনজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭৯, ৩৩২, ৩৫৩, ৪২৭ ও ৩৪ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়৷ সে রাতটা জেলেই কাটাতে হয় তাদের৷ পরদিন জামিনে মুক্তি পায় তারা৷ অভিযুক্তদের পরে মেডিক্যাল পরীক্ষার জন্য জেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ক্লিক করে দেখে নিন বেপরোয়া যুবতির কীর্তি!

#WATCH (15/6/16): Inebriated girl slaps policeman, creates ruckus in a police station in Mumbaihttps://t.co/mfou5ZTz7r

— ANI (@ANI_news) June 28, 2016

The post পুলিশকে চড় মদ্যপ যুবতীর, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement