সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশে পথ কুকুরের (Street Dogs) হামলার শিকার হচ্ছেন অসংখ্য মানুষ। একাধিক শিশুর মৃত্যু হয়েছে। এবার পথ কুকুরের কামড় থেকে বাঁচতে কেরলের (Kerala) কোঝিকোড়ে বন্ধ হল স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ঘটনাটি জেলার কুথালি পঞ্চায়েত এলাকার। সেখানে সম্প্রতি স্কুলপড়ুয়া, মহিলা এবং বয়স্করা জখম হয়েছেন রাস্তার কুকুরের হামলায়। দু’জনের মৃত্যুও হয়েছে। এই অবস্থায় জেলার ছ’টি স্কুল এবং ১৭টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
কুথালি-সহ কোঝিকোড়ের একাধিক এলাকায় পথ কুকুরের ভয়ে রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে মানুষ। ছোটদের স্কুলে পাঠানোর আগে দশবার ভাবছেন অভিভাবকরা। খুব প্রয়োজনে পথে বেরোলেও যে পথে কুকুরের সংখ্যা তুলনায় কম সেই পথ ব্যবহার করেছেন স্থানীয়ারা। এর পরেও কুকুরের হামলার মুখে পড়ছেন শিশু, মহিলা এবং বয়স্করা। ক’দিন আগেই চার জনকে কুকুরে কামড়েছে। এদের মধ্যে দু’জন মহিলা। যে কুকুরটি তাঁদের কামড়ায় তার মধ্যে জলাতঙ্কের উপসর্গ দেখা গিয়েছে বলে জানা গিয়েছে। এর পরেই স্কুল বন্ধের সিদ্ধান্ত হয়।
[আরও পড়ুন: আয় বহির্ভূত সম্পত্তি! গ্রেপ্তার পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, আপের বিরুদ্ধে ক্ষোভ কংগ্রেসের]
এলাকায় কুকুরের বাড়বাড়ন্ত রুখতে সারমেয় ধরার কাজ শুরু করেছে প্রশাসন। এর পরেও সবকটিকে পাকড়াও করা সম্ভব হয়নি। তবে জলাতঙ্কের উপসর্গ দেখা দেওয়া একটি কুকুরকে পাকড়াও করা গিয়েছে। সেটি লালা পরীক্ষার জন্য পাঠিয়েছে স্থানীয় প্রশাসন। কুথালি পঞ্চায়েতের প্রধান বিন্দু কেকে জানান, গুরুত্ব বিচার করে বিষয়টি নিয়ে আগামী পঞ্চায়েত বৈঠকে আলোচনা হবে। একই কারণে ছ’টি স্কুল এবং ১৭টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখা হচ্ছে সোমবার।