shono
Advertisement

Breaking News

নিম্নমানের সুতো ব্যবহারে NRS’এ ফের মৃত্যু খুদের, প্রশ্নের মুখে হাসপাতালের ভূমিকা

নিম্নমানের সুতো ব্যবহার প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছে হাসপাতাল কর্তৃপক্ষ। The post নিম্নমানের সুতো ব্যবহারে NRS’এ ফের মৃত্যু খুদের, প্রশ্নের মুখে হাসপাতালের ভূমিকা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:38 PM Feb 29, 2020Updated: 08:39 PM Feb 29, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শিশুমৃত্যুতে কাঠগড়ায় এনআরএস হাসপাতাল।  শিশুর পরিবারের অভিযোগ, নিম্নমানের সুতো সুতো দিয়ে একাধিকবার অস্ত্রোপচারের কারণেই মৃত্যু হয়েছে শিশুটির। লাগাতার সুতোর কারণে এই ধরণের ঘটনার পরও কেন কোনও পদক্ষেপ নিচ্ছে না হাসপাতাল? উঠছে প্রশ্ন।

Advertisement

জানা গিয়েছে, মালদার গাজোলের বাসিন্দা মৃত ওই শিশুটি। মলদ্বারের সমস্যা নিয়ে চলতি মাসের ১৬ তারিখ এনআরএস হাসপাতালে ভরতি করা হয় ওই খুদেকে। ১৭ তারিখ প্রথম অস্ত্রোপচার হয় তার। সুতো ছিঁড়ে যাওয়ায় দ্বিতীয়বার অস্ত্রোপচার করা হয় খুদের। এরপর চিকিৎসকরদের তত্ত্বাবধানেই ছিল শিশুটি। শনিবার সন্ধেয় হঠাৎই চিকিৎসকরা জানান মৃত্যু হয়েছে খুদের। এরপরই অভিযোগ উঠতে শুরু করে যে অস্ত্রোপচারে নিম্নমানের সুতো ব্যবহারের কারণেই এই পরিণতি খুদের। যদিও দু’বার অস্ত্রোপচারের বিষয়টি স্বীকার করে নিলেও নিম্ন মানের সুতো ব্যবহার প্রসঙ্গে মুখে কুলুপ এসেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

[আরও পড়ুন: ‘বাধা পেলে চুরমার করে দেব’, শাহর সভায় বামেদের বিক্ষোভকে চ্যালেঞ্জ রাহুল সিনহার]তা

প্রসঙ্গত, দিন কয়েক আগেই নিম্ন মানের সুতো দিয়ে পরপর তিনবার অস্ত্রোপচারের কারণে মৃত্যু হয়েছিল এক সদ্যোজাতের। কার্যত একই অবস্থা হুগলির শেখ শামিমের। আট বছরের ওই শিশু খেলতে গিয়ে মলদ্বারে চোট পায়। এনআরএসে নিয়ে আসা হলে সেখানে অস্ত্রোপচারও হয়। কিন্তু সেলাই কাটার পর হঠাৎই সংক্রমণ ছড়িয়ে পড়ে তার সারা শরীরে। অন্যদিকে একই কারণে একই হাসপাতালে লড়াই চালিয়ে যাচ্ছে যাদবপুরের বাসিন্দা ১৫ দিনের এক খুদে। অস্ত্রোপচারের পর নিজে থেকে সেলাই খুলে যাওয়ায় দ্বিতীয়বার অস্ত্রোপচার করা হয় তাঁর মলদ্বারে। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই খুদেও।

[আরও পড়ুন: আক্রান্ত কর্মীদের দেখতে গিয়ে পুলিশি বাধা, আটক সৌমিত্র খাঁ ও সুভাষ সরকার ]

The post নিম্নমানের সুতো ব্যবহারে NRS’এ ফের মৃত্যু খুদের, প্রশ্নের মুখে হাসপাতালের ভূমিকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার