shono
Advertisement
Durand Cup 2024

জামশেদপুরে ডুরান্ডের শেষ আটে নামছে মোহনবাগান, পাসিং ফুটবলে পাঞ্জাব বধের ছক মোলিনার

এমনিতে মরশুমের শুরুতে কিছু খুচরো চোট-সমস্যা রয়েছে মোহনবাগানে। সদ্য দলে আসা জেমি ম্যাকলারেন ঘাড়ের চোটের জন্য দলের সঙ্গেই যাননি।
Published By: Subhajit MandalPosted: 01:43 PM Aug 23, 2024Updated: 01:43 PM Aug 23, 2024

স্টাফ রিপোর্টার: ডুরান্ড কাপের ডার্বি না হওয়ায় মোহনবাগান কোচ জোস মোলিনার যে একটু সুবিধা হয়েছে, বলাই যায়। কারণ কোয়ার্টার ফাইনালের আগে টানা দু’সপ্তাহ অনুশীলনের সুযোগ পেয়েছে তাঁর দল। আর সেই অ্যাডভান্টেজ নিয়েই শুক্রবার জামশেদপুরে পাঞ্জাব এফসির মুখোমুখি হতে চলেছে সবুজ-মেরুন শিবির।

Advertisement

এমনিতে মরশুমের শুরুতে কিছু খুচরো চোট-সমস্যা রয়েছে মোহনবাগানে। সদ্য দলে আসা জেমি ম্যাকলারেন ঘাড়ের চোটের জন্য দলের সঙ্গেই যাননি। পাশাপাশি কলকাতায় রেখে যাওয়া হয়েছে আশিক কুরুনিয়ন, গ্লেন মার্টিন্স, ধীরজ সিংদের। তবে তা বিশেষ মাথাব্যথা হবে না কোচ মোলিনার জন্য। কারণ, এমনিতেই তাঁর দলকে তারকাখচিত বললেও কম বলা হয়। জেসন কামিংস, টম অলড্রেড, গ্রেগ স্টুয়ার্টের মতো বিদেশির পাশাপাশি পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছেন সবুজ-মেরুন আক্রমণের ‘হৃদয়’ দিমিত্রি পেত্রাতোস। আবার ভারতীয় প্লেয়ারদের মধ্যে শুভাশিস বসু, সাহাল আবদুল সামাদ, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, মনবীর সিং, আপুইয়া, বিশাল কাইথরা রয়েছেন দুরন্ত ফর্মে। অভিষেক সূর্যবংশী, সুহেল ভাটের মতো তরুণরাও নজর কাড়ছেন। নিজেদের শেষ ম্যাচে ভারতীয় বায়ুসেনাকে হাফ ডজন গোলে উড়িয়ে দেওয়াটা মোহনবাগান ফুটবলারদের ফর্মে থাকারই প্রমাণ। সেই ফর্মের উপর ভরসা রেখেই কোয়ার্টার ফাইনালে নামতে চলেছে গতবারের ডুরান্ড চ্যাম্পিয়নরা।

[আরও পড়ুন: অবসর নিচ্ছেন কে এল রাহুল! তারকা ক্রিকেটারের পোস্টে তুঙ্গে জল্পনা]

দলের উপর ভরসা থাকলেও মোহনবাগান কোচ মোলিনা অবশ্য বেশ সাবধানী। কারণ পাঞ্জাবও এবার ডুরান্ড খেলছে পূর্ণশক্তির দল নিয়ে। লুকা মায়সেনদের মুখোমুখি হওয়ার আগে তাই মোলিনা প্রশংসাই করেছেন প্রতিপক্ষের। “পাঞ্জাব ভালো দল। ওদের হারানো সহজ হবে না। ডুরান্ডে ওদের দু’টো ম্যাচ দেখেছি। ওরা ভালোই খেলছে। তবে আমি আমার দল নিয়ে আত্মবিশ্বাসী। আশা করছি ভালো ম্যাচ হবে,” বার্তা সবুজ-মেরুনের স্প্যানিশ কোচের। পাঞ্জাবের বিদেশিরা ভালো ফর্মে থাকলেও তা নিয়ে অবশ্য বিশেষ ভাবছেন না মোলিনা। বলছেন, “ম্যাচটা ১১ জনের বিরুদ্ধে, কোনও বিশেষ ফুটবলারের বিরুদ্ধে নয়। আমরাও সেভাবেই পরিকল্পনা সাজাচ্ছি। আমি এমনিতে সব ম্যাচই জিততে চাই। এখন একটা একটা করে ম্যাচ ধরে ভাবছি। আমাদের ছেলেরা যদি খেলা নিয়ন্ত্রণ করতে পারে, তবে না জেতার কোনও কারণ নেই। আমাদের কাছে প্রস্তুতির পাশাপাশি ডুরান্ড নিজেদের প্রমাণ করার মঞ্চও। তাই ভালো খেলে সব ম্যাচ জিততে চাই।”

[আরও পড়ুন: আনোয়ার নিয়ে সব পক্ষের বক্তব্য শুনল প্লেয়ার্স স্টেটাস কমিটি, তবে সিদ্ধান্ত ঝুলেই]

জামদেশপুরে অনুশীলনে মূলত ফিটনেস ট্রেনিংয়ের উপর জোর দেন কোচ মোলিনা। ফুটবলারদের দেখা যায় বিভিন্ন ‘ফান গেমে’ অংশ নিতে। পাশাপাশি পাসিংয়ে উন্নতি করার অনুশীলনও চলে। মনে করা হচ্ছে, পাঞ্জাবের বিরুদ্ধে দুই বিদেশি ডিফেন্ডার অলড্রেড এবং রড্রিগেজ একসঙ্গে শুরু থেকে খেলবেন। পাশাপাশি প্রথম একদশে থাকবেন কামিংস ও পেত্রাতোস। অন্যদিকে, ডুরান্ডের ম্যাচের জন্য শুক্রবার কলকাতা লিগে মোহনবাগান বনাম রেলওয়ে এফসি ম্যাচ স্থগিত করেছে আইএফএ।

আজ ডুরান্ড কাপে
মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি
জামশেদপুর, বিকাল ৪.০০
সোনি টেন স্পোর্টস

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দলের উপর ভরসা থাকলেও মোহনবাগান কোচ মোলিনা অবশ্য বেশ সাবধানী।
  • পাঞ্জাবও এবার ডুরান্ড খেলছে পূর্ণশক্তির দল নিয়ে।
  • লুকা মায়সেনদের মুখোমুখি হওয়ার আগে তাই মোলিনা প্রশংসাই করেছেন প্রতিপক্ষের।
Advertisement