shono
Advertisement

আজ ডার্বিতে নজর সোনি নর্ডির, হাইতির স্ট্রাইকারের ‘স্টেনগান’সেলিব্রেশন মিস করছেন ভক্তরা

করোনা কাটিয়ে প্রায় দু'বছর পর আজ দর্শকপূর্ণ যুবভারতীতে হবে ডার্বি।
Posted: 04:14 PM Aug 28, 2022Updated: 04:59 PM Aug 28, 2022

সুলয়া সিংহ: মরশুমের প্রথম ডার্বির ২৪ ঘণ্টাও বাকি নেই। ঠিক তখন সোনি নর্ডির ইনস্টাগ্রাম পেজে ঢুঁ মারতেই দেখা গেল একাধিক স্টোরি আপলোড করেছেন হাইতিয়ান স্ট্রাইকার। প্রতিটি ছবিতে তাঁর গায়ে সবুজ-মেরুন জার্সি!

Advertisement

একটা সময় তিনিই ছিলেন ডার্বির নায়ক। ছিলেন মোহনবাগান সমর্থকদের চোখের মণি। ইস্টবেঙ্গল ভক্তদের মাথাব্যথার অন্যতম কারণ। ডার্বিতে ইস্টবেঙ্গলের ডেরায় ‘সার্জিক্যাল স্ট্রাইক’ করে শিলিগুড়িতে তাঁর ‘স্টেনগান শট’ আজও শিহরণ জাগায় বাগান সমর্থকদের। মোহনবাগানে ফের প্রত্যাবর্তনে আবার ময়দানে বিরাট হোর্ডিংয়ে লেখা হয়েছিল, ‘ইওর নাইটমেয়ার ইজ ব্যাক এগেন (আপনাদের ঘুম কাড়তে তিনি আবার হাজির)।’ বিদেশি হিসেবে গঙ্গাপারের ক্লাবে যোগ দিয়েও চিমা, ব্যারেটোদের মতোই ‘ঘরের ছেলে’ হয়ে উঠতে পেরেছিলেন তিনি। তাঁবুর পরতে পরতে রেখে গিয়েছেন বহু সাফল্যের স্মৃতি। তাই তো দুই প্রধান মুখোমুখি হলেই বারবার আলোচনায় উঠে আসে সেই সোনির কথা। ডুরান্ড কাপের (Durand Cup 2022) বড় ম্যাচের আগেও যার ব্যতিক্রম হল না।

[আরও পড়ুন: খারাপ লোকেদের বেশি গুরুত্ব দিচ্ছে দল! বিস্ফোরক রাজ্যের প্রতিমন্ত্রী, শোকজ করল তৃণমূল]

মোহনবাগানকে (Mohun Bagan) বিদায় জানানোর পর প্রায় চারটে বছর কেটে গিয়েছে। কিন্তু ডার্বিতে সোনি (Sony Norde) টিভির পর্দায় চোখ রাখেননি, এমনটা কখনও হয়নি। আপাতত তিনি মালয়েশিয়ার মেলাকা ইউনাইটেডের ফুটবলার। তবে এদিনও ডার্বি মিস করবেন না। বড় ম্যাচের আগে স্মৃতির পাতা উলটে তাই নিজেই নানা ছবি স্টোরিতে আপলোড করেছেন। সবুজ-মেরুন সমর্থকরা যে তাঁকে মিস করছেন, সে কথাই ফুটে উঠেছে সে সব ছবিতে। কোনওটিতে লেখা, “স্টেনগান শট মিস করি আজও।” আবার একটিতে লেখা, “ডার্বিতে আপনাকে মিস করব।”

সুদূর মালয়েশিয়া থেকেও একসময়ে ‘সেকেন্ড হোম’ হয়ে ওঠা কলকাতা তথা মোহনবাগানকে মিস করেন সোনিও। তাই তো জানালেন, এদিন ডার্বিতে নিজের পুরনো দলের খেলা দেখতে মুখিয়ে রয়েছেন। দুই দলকে আগাম শুভেচ্ছাও জানিয়ে রেখেছেন তিনি। বললেন, “আজ মোহনবাগান কেমন খেলে, তা দেখার অপেক্ষায় আছি। এতদিন পর আবার সমর্থকরাও মাঠে ফিরছেন। সেটাও দুই দলকে আলাদা এনার্জি দেবে। মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচের গুরুত্ব আমি জানি। দুই দলকেই আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি।”

করোনা কাটিয়ে প্রায় দু’বছর পর আজ দর্শকপূর্ণ যুবভারতীতে হবে ডার্বি। মাঠে ফিরতে চলেছে দুই প্রতিদ্বন্দ্বীর আঁকচা-আঁকচি। ইলিশ-চিংড়ি লড়াই। কলকাতা থেকে শত শত কিলোমিটার দূরে বসেও সেই উত্তেজনার আঁচ যেন অনুভব করতে পারছেন হাইতিয়ান স্ট্রাইকার। মুখে না বললেও মনে মনে হয়তো মোহনবাগানের জয়ের প্রার্থনাই করে চলেছেন বহু ডার্বির নায়ক সোনি।

[আরও পড়ুন: ‘সবাইকে মানিক ভট্টাচার্য করে দেব, পালিয়ে বেড়াতে হবে’, হুঁশিয়ারি সৌমিত্রর, পালটা খোঁচা কুণালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement