শান্তনু কর, জলপাইগুড়ি: বিষাদের মাঝে জলপাইগুড়ির বৈকন্ঠপুর রাজবাড়িতে উমা বিদায়। প্রতি বছরের মতো এবারও দেবীর ভোগে একাধিক চমক। বিদায়ের সময় থাকতে পারেন না রাজবাড়ির কেউ। পরে শূন্যে এক রাউন্ড কার্তুজও ফাটানো হয়। তারপরই হয় সিঁদুরখেলা।
জলপাইগুড়ির বৈকন্ঠপুর রাজবাড়িতে দেবীকে প্রাতঃরাশে দেওয়া হয় দই ও খই। এরপর দুপুরে দেওয়া হয় পান্তা ভাত, ডাল, শাক, পাঁচ রকমের ভাজা। ভোগে থাকে পুঁটি এবং ইলিশ মাছও। ইলিশ মাছের মাথা দিয়ে কচুশাক থাকে ভোগে। এর পর দর্পণে রাজবাড়িতে দেবীর বিদায় হয়।
[আরও পড়ুন: মাথায় রক্ত সঞ্চালনা বন্ধ ৪ মিনিটে বিরল অস্ত্রোপচার, রোগীর প্রাণ বাঁচিয়ে নজির বেসরকারি হাসপাতালে]
বিদায়ের সময় থাকতে পারেন না রাজবাড়ির কেউ। সিঁদুরখেলা, মিষ্টিমুখের পর শূন্যে এক রাউন্ড কার্তুজ ফাটানো হয়। দশমী পুজো শেষে সিঁদুরখেলায় মেতে ওঠেন সকলে। বিষাদের মাঝে উমা বিদায়ে শামিল হন তাঁরা। আবার এক বছরের প্রতীক্ষা। উমাকে নিরঞ্জনের পর থেকে ফের শুরু দিনগোনা।
দেখুন ভিডিও: