shono
Advertisement

Durga Puja 2023: বাংলার বুকেই ভাঙল দুর্গা প্রতিমা! দক্ষিণ দিনাজপুরের ঘটনায় চাঞ্চল্য

জঘন্য কাণ্ডের নেপথ্যে কে বা কারা, কী-ই বা উদ্দেশ্য, তা এখনও স্পষ্ট নয়।
Posted: 11:50 AM Oct 03, 2023Updated: 12:53 PM Oct 03, 2023

রাজা দাস, বালুরঘাট: বাংলার বুকেই ভাঙল দুর্গা প্রতিমা! দক্ষিণ দিনাজপুরের ঘটনায় ছড়াল চাঞ্চল্য। শারদোৎসবের আনন্দ ম্লান করা এহেন জঘন্য কাণ্ডের নেপথ্যে কে বা কারা রয়েছে, কী-ই বা উদ্দেশ্য তা এখনও স্পষ্ট নয়। 

Advertisement

জানা গিয়েছে, দুর্গা প্রতিমা ভাঙার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কামারপাড়ায়। রাজ্যের আর পাঁচটা ক্লাবের মতোই শারদোৎসব মেতে উঠেছে বালুরঘাট থানা অঞ্চলের অন্তর্গত কামারপাড়ার ‘কচিপাতা সংঘ’ ক্লাব। চলছে দেবীর আবাহনের প্রস্তুতি। ক্লাব প্রাঙ্গণেই তৈরি হচ্ছে প্রতিমা। মঙ্গলবার প্রাতঃভ্রমণকারীরা দেখতে পান প্রতিমা ভাঙা। খবর চাউর হতেই ভিড় জমে যায়। ছড়ায় উত্তেজনা। খবর দেওয়া হয় পুলিশকে। তারা ঘটনাস্থল খতিয়ে দেখে। এই বিষয়ে ক্লাব কর্তৃপক্ষের তরফে শীতল সরকার বলেন, “আমাদের অনুমান কোনও ভবঘুরে এই কাজটি করে থাকতে পারে। তবে পুলিশ বিষয়টি দেখছে। আমরাও খোঁজখবর নিচ্ছি। 

[আরও পড়ুন: মদ্যপ ছেলের অত্যাচারে অতিষ্ঠ পরিবার! বাবার হাতে ‘খুন’ যুবক]

উল্লেখ্য, গতবছর হায়দরাবাদে পূজামণ্ডপে ঢুকে দুর্গামূর্তি ভাঙচুরের ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছিল। অভিযুক্ত দুই মুসলিম মহিলা হামলাকারীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জানা যায়, ধৃতদের মানসিক সমস্যা রয়েছে। ২০১৯ সালে কেতুগ্রামের শ্রীরামপুর গ্রামে দুর্গাপ্রতিমার গলা কেটে ফেলা হয়। পুজো কমিটির সঙ্গে মনোমালিন্যের জেরেই নাকি এহেন কাজ করেছিল অভিযুক্ত। 

[আরও পড়ুন: পটচিত্রে দেবী দুর্গা, শত অভাবেও পট এঁকেই দিনযাপন কৃষ্ণনগরের বৃদ্ধা শিল্পীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার