shono
Advertisement

নাতি কবীরকে নিয়ে কাঁসর বাজালেন রঞ্জিত, পুজোর কাজে ব্যস্ত মল্লিক বাড়ির মেয়ে কোয়েল

ভবানীপুরের মল্লিক বাড়ির জমজমাট সপ্তমীর পুজো দেখুন।
Posted: 07:33 PM Oct 21, 2023Updated: 07:35 PM Oct 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিলোত্তমার অভিজাত পরিবারের পুজোগুলির মধ্যে মল্লিক বাড়ির পুজো নিঃসন্দেহে অন্যতম। স্বাভাবিকভাবেই ভবানীপুরের এই মল্লিক বাড়ির (Bhawanipur Mallick bari) পুজোর দিকে নজর থাকে সবারই। কারণ, এই পুজো অভিনেতা রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) তত্ত্বাবধানে হয়ে থাকে। আর রঞ্জিত-কন্যা কোয়েলও পরিবারের সদস্যদের সঙ্গে হাতে হাত লাগিয়ে নেমে পড়েন পুজোর কাজে। এক্কেবারে আর পাঁচজন সাধারণ মেয়ের মতোই পুজোর এই পাঁচ দিন অভিনেত্রী মেতে ওঠেন দুর্গা আরাধনায়। এবারও তার অন্যথা হল না।

Advertisement

পুজোতেও পরিবারের সবার সঙ্গে একেবারে ঘরোয়া মেজাজে দেখা গেল টলিউড নায়িকা কোয়েলকে (Koel Mallick)। সোশ্যাল মিডিয়ায় নিজের বাড়ির দুর্গাপুজোর একটি ভিডিও শেয়ার করে অনুরাগীদের শারদ শুভেচ্ছা জানিয়েছেন কোয়েল মল্লিক। তাঁর শেয়ার করা আরেকটি ভিডিওতে ধরা পড়ল মল্লিক বাড়ির সপ্তমীর পুজো। সেখানেই দেখা গেল নাতি কবীরকে নিয়ে কাঁসর বাজাচ্ছেন রঞ্জিৎ মল্লিক। দাদুকে পেয়ে কোয়েলপুত্রও বেজায় উচ্ছ্বসিত। অন্যদিকে মহাসপ্তমীর সকালের জন্য কোয়েল মল্লিক বেছে নিয়েছেন হলুদ শাড়ি। সকলের কাছে পঞ্চপ্রদীপ নিয়ে গিয়ে তাপ বিতরণ করতেও দেখা গেল অভিনেত্রীকে। স্বামী তথা প্রযোজক নিসপাল সিং রানেও পৌঁছে গিয়েছেন শ্বশুরবাড়িতে।

এবারও মল্লিক বাড়ির পুজোয় জাঁকজমকপূর্ণ দেবী আরাধনার অন্যথা হয়নি। মল্লিক বাড়ির পুজো বলতেই চোখের সামনে ভেসে ওঠে একচালা চালচিত্রের প্রতিমা। ডাকের সাজ, টানাটানা চোখ। সাবেকী গন্ধ মাখা সেই পুজোর ধাঁচ আজও প্রচলিত রয়েছে মল্লিক বাড়িতে। সালটা ১৯২৫। এই বাড়িতে শুরু হয়েছিল দুর্গা আরাধনা। ৯৮ বছর ধরে দুর্গাপুজোর স্মৃতিবিজড়িত এই দালানটিতেই উমার আরাধনা শুরু করেন রাধামাধব মল্লিকের পুত্রেরা। ধীরে ধীরে বাড়তে থাকে জনপ্রিয়তা। কলকাতার পুজোর রূপে বদল এসেছে বহুবার, কিন্তু সেই পরিবর্তনের স্রোতে গা না ভাসিয়ে স্বাতন্ত্র্য বজায় রেখেই এগিয়ে চলেছে আজকের মল্লিক বাড়ির দুর্গাপুজো।

[আরও পড়ুন: রাজ-যুবানকে নিয়ে ঠাকুর দেখতে বেরলেন হবু মা শুভশ্রী, খুদের খুনসুটিতে মজেছে নেটপাড়া]

বর্ধমানের শ্রীখণ্ড এবং গুপ্তিপাড়া নিবাসী বিশিষ্ট শিক্ষাবিদ রাধামাধব মল্লিকদের পৈতৃক বাড়িতে দুর্গাপুজোর চল ছিল বহু আগে থেকেই। তবে ভবানীপুরের বাড়ির অন্নপূর্ণা দালানে প্রথমে দুর্গা নয়, বরং তাঁরই অন্যতম এক রূপ অন্নপূর্ণার আরাধনা শুরু হয়। পরবর্তীতে রাধামাধব মল্লিকের ছোট ছেলে সুরেন্দ্রমাধব মল্লিক এবং তাঁর অন্যান্য ভাইদের উদ্যোগে শুরু হয় ‘আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন’। মোহিনী মোহন রোডের মল্লিক বাড়িতে সেই ইতিহাসকে বহন করে দীর্ঘ ৯ দশকেরও বেশি সময় ধরে আজও পূজিত হয়ে আসছেন দেবী দুর্গা।

[আরও পড়ুন: সোনালি শাড়িতে সোনার মেয়ে! মুখার্জিদের পুজোয় শাঁখা-পলা-সিঁদুরে আদ্যোপান্ত বঙ্গকন্যা রানি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement