Advertisement
টলিপাড়ায় সিঁদুর খেলা জমজমাট, দশমীর সাজে নজর কাড়লেন শুভশ্রী, মিমিরা, দেখুন ছবি
মা দুর্গাকে বরণ করলেন কোয়েল মল্লিক, অপরাজিতা আঢ্য, সায়নী ঘোষও।
পুজোয় একেবারে ঘরে বসে থাকলেন না হবু মা শুভশ্রী। বেবি বাম্প নিয়েই দেখলেন ঠাকুর, বাজালেন ঢাক, ছেলে যুবানের সঙ্গে চলল খুনসুটিও। পুজোর আড্ডায় গলা মেলালেন পরম ও রুদ্রনীলের গানের সঙ্গেও। দশমীর দিন সকাল সকাল পৌঁছে গেলেন সিঁদুর খেলতে। প্রতিবারের মতো আরবানা আবাসনে জমিয়ে সিঁদুর খেললেন শুভশ্রী। ছবি- ইনস্টাগ্রাম
Published By: Akash MisraPosted: 07:07 PM Oct 24, 2023Updated: 08:01 PM Oct 24, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ