সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোয় এবার সুপারহিট রকি-রানি পোশাক। মানে ‘রকি রানি কি প্রেম কাহানি’ ছবিতে রণবীর ও আলিয়ার ফ্য়াশন দেখে এখন সবাই, সেটাই চাইছেন পুজোর পোশাক হিসেবে। তবে রানি আলিয়ার নানারঙের শিফন শাড়ির থেকেও বাজারে এগিয়ে রকি রণবীরের আনারকলি! হ্য়াঁ, শুধু মেয়েরাই নয়, পুরুষদের ফ্যাশনেও এবার ঢুকে পড়েছে আনারকলি চুড়িদার। ঘেরওয়ালা এই চুড়িদার ফ্য়াশন প্রেমীদের কিন্তু মন কেড়ে নিয়েছে।
কোথায় পাবেন?
পুরুষদের আনারকলি পেয়ে যাবেন নানান শপিংমলে সে তো সবাই জানেন। তবে একটু সস্তায় পেতে ঢুঁ মারুন নিউ মার্কেট বা ট্রেজার আইল্য়ান্ডে। কিংবা শ্রীরাম আর্কেডে। ঘুরে দেখতে পারেন বর্ধান মার্কেট কিংবা ফ্যান্সি মার্কেটেও। খরচা পড়বে ২৫০০ টাকা থেকে শুরু।
[আরও পড়ুন: শিফন শাড়িতে গ্ল্যামারাস পাওলি, মুক্তো ঝরা হাসিতেই বাজিমাত ‘ফ্যাশনিস্তা’ নায়িকার]
পুরুষদের আনারকলির ক্ষেত্রে একরঙা খুবই জনপ্রিয়। বিশেষ করে নীল রং, সাদা রং, কিংবা মেরুন খুব ভালো লাগবে। অবশ্য়ই এখন ট্রেন্ডে রয়েছে এমব্রয়েড আনারকলিও। আনারকলি চুড়িদার পরার সময় খেয়াল রাখুন, এর সঙ্গে যেন নাগড়াই জুতো থাকে। আর যে পুরুষরা জাঙ্ক জুয়েলারি পরতে পছন্দ করেন, তাঁরা ট্রাই করতে পারেন মুক্তর মালা কিংবা ভারী রুপোর গয়না।
[আরও পড়ুন: সব্যসাচীর ডিজাইনার শাড়ি, মুক্তোর গয়নায় রানি যেন আদতেই ‘স্টাইলিস্ট মহারানি’]