Advertisement
দুর্গাপুজোর হাতে বাকি ২ মাস! শহরজুড়ে খুঁটিপুজোয় শামিল তারকা থেকে রাজনীতিবিদরা
৯৫ পল্লির খুঁটিপুজোয় ছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, দেবজ্যোতি মিশ্র, ভরত কলরা।
দুয়ারে দুর্গাপুজো। হাতে গোনা ২ মাসের একটু বেশি বাকি। স্বাভাবিকভাবেই প্রস্তুতি শুরু করছে ক্লাবগুলো। এবার ৭৫ তম বর্ষে পদার্পণ করছে ৯৫ পল্লির পুজো। রবিবার খুঁটিপুজোর মাধ্যমে শুরু হল প্রস্তুতি। এদিনের অনুষ্ঠানে শামিল হয়েছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অভিনেতা ভরত কল, সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র-সহ অন্যান্যরা। ছবি- শুভজিৎ মুখোপাধ্যায়।
খুঁটিপুজোর মাধ্যমে অরবিন্দ সেতু সর্বজনীনের ৪৮ তম বর্ষের দুর্গাপুজোর সূচনা হল রবিবার। ছিলেন মানিকতলার বিধায়ক সুপ্তি পাণ্ডে-সহ অন্যান্যরা।
কুমোরটুলি সর্বজনীনের খুঁটিপুজোয় মাতলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। এবার ৯৪ তম বর্ষে পড়ছে এই পুজো। ছবি- শুভ্ররুপ বন্দোপাধ্যায়।
Published By: Tiyasha SarkarPosted: 06:20 PM Jul 28, 2024Updated: 07:10 PM Jul 28, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ