-
- ফটো গ্যালারি
- Durga puja crowd at pandals despite of heavy rain in kolkata on maha nabami
Durga Puja: বৃষ্টি অসুরকে থোড়াই কেয়ার! ছাতা মাথায়, প্যান্ট গুটিয়ে মণ্ডপে মণ্ডপে জনজোয়ার
ছাতা মাথায় দেবী দর্শন।
Tap to expand
হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে নবমীর দুপুরেই আকাশ কালো করে নামল বৃষ্টি। জল থইথই শহর কলকাতা। ছবি: পিন্টু প্রধান।
Tap to expand
মণ্ডপমুখী জনতার উৎসাহে কার্যত ভাঁটা। তবে তাতেও দমছেন না অনেকেই। ছাতা মাথায় মণ্ডপমুখী জনজোয়ার। ছবি: সায়ন্তন ঘোষ।
Tap to expand
প্রিয়জনের সঙ্গে একই ছাতার তলায় দেবী দর্শনের আনন্দও চেটেপুটে নিচ্ছে বঙ্গবাসী। ছবি: কৌশিক দত্ত।
Tap to expand
ঝেঁপে বৃষ্টি হলেও নাকতলা উদয়ন সংঘে প্রতিমা দর্শনের উৎসাহে ভাঁটা নেই। ছবি: কৌশিক দত্ত।
Tap to expand
বৃষ্টিকে বুড়ো আঙুল দেখিয়ে শাড়ি, পাঞ্জাবি থেকে কোলের শিশুকে সামলে দুপুর থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছে জনতা। ছবি: সায়ন্তন ঘোষ।
Tap to expand
বৃষ্টিতে নতুন পোশাক, মেকআপ নষ্ট হয়ে যাওয়ার ভয় অবশ্যই রয়েছে। তবু প্রতিমা দর্শনের উৎসাহে ঘাটতি নেই। ছবি: সায়ন্তন ঘোষ।
Tap to expand
বৃষ্টি থামতেই মণ্ডপে মণ্ডপে ফের জনজোয়ার। ছবি: সায়ন্তন ঘোষ।
Tap to expand
এবার উমা বিদায়ের পালা। ঠিক সন্ধে নামার আগে সাবেকি সাজে সেজে পানপাতা দিয়ে মুছিয়ে দেওয়া মায়ের চোখের জল, মিষ্টি খাইয়ে কানে কানে বলা - 'আবার এসো মা'।
Tap to expand
বিদেশিনীরাও শামিল বাঙালির শ্রেষ্ঠ উৎসবে। পরনে লাল শাড়ি, কপালে টিপ - ঠিক যেন বঙ্গবধূ সব! আসলে দুর্গাপুজোর আমেজে না মজে উপায় কী?
Tap to expand
বিজয়া দশমীতে সিঁদুরখেলায় মেতে উঠেছেন এই বিদেশিনীও। এভাবেই মেমফিসের শারদোৎসব বাঙালি সংস্কৃতি ছড়িয়ে দিয়ে যায় আমেরিকার মাটিতে।
Published By: Paramita PaulPosted: 05:59 PM Oct 23, 2023Updated: 08:15 PM Oct 23, 2023