Advertisement
Durga Puja: বৃষ্টি অসুরকে থোড়াই কেয়ার! ছাতা মাথায়, প্যান্ট গুটিয়ে মণ্ডপে মণ্ডপে জনজোয়ার
ছাতা মাথায় দেবী দর্শন।
হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে নবমীর দুপুরেই আকাশ কালো করে নামল বৃষ্টি। জল থইথই শহর কলকাতা। ছবি: পিন্টু প্রধান।
মণ্ডপমুখী জনতার উৎসাহে কার্যত ভাঁটা। তবে তাতেও দমছেন না অনেকেই। ছাতা মাথায় মণ্ডপমুখী জনজোয়ার। ছবি: সায়ন্তন ঘোষ।
বৃষ্টিকে বুড়ো আঙুল দেখিয়ে শাড়ি, পাঞ্জাবি থেকে কোলের শিশুকে সামলে দুপুর থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছে জনতা। ছবি: সায়ন্তন ঘোষ।
বৃষ্টিতে নতুন পোশাক, মেকআপ নষ্ট হয়ে যাওয়ার ভয় অবশ্যই রয়েছে। তবু প্রতিমা দর্শনের উৎসাহে ঘাটতি নেই। ছবি: সায়ন্তন ঘোষ।
এবার উমা বিদায়ের পালা। ঠিক সন্ধে নামার আগে সাবেকি সাজে সেজে পানপাতা দিয়ে মুছিয়ে দেওয়া মায়ের চোখের জল, মিষ্টি খাইয়ে কানে কানে বলা - 'আবার এসো মা'।
Published By: Paramita PaulPosted: 05:59 PM Oct 23, 2023Updated: 08:15 PM Oct 23, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ