সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকা আবিষ্কারের অন্যতম সেরা প্রাপ্তি হল বাইসাইকেল (Bicycle)। দূষণে জর্জর পৃথিবীতে এর চেয়ে উপকারী যান আর হয় না। তাই বলে ১৮০ ফুট লম্বা বাইসাইকেল কে দেখেছে? দুই বা খুব বেশি হলে তিন চাকার (সার্কাসের কুশীলবরা চালান) সাইকেলই সাধারণত নজরে পড়ে। কিন্তু ৩৯ বছরের ইভান শাল্ক হৃদয়ের অন্তঃপুরে লালন করছিলেন ব্যতিক্রমী ইচ্ছে। শৈশব থেকেই গিনেস বুকে (Guinness Book of World Records) নাম তোলার প্রতি প্রবল আগ্রহ ছিল তাঁর। এর ফলে জন্ম হল বিশ্বের দীর্ঘতম সাইকেলের। আদৌ কি চলে এই দুচাকার যান?
বিশ্বের দীর্ঘতম সাইকেল তৈরির রেকর্ড এতদিন দখলে ছিল অস্ট্রেলিয়ার বার্নি রায়ানের। ২০২০ সালে ১৫৫ ফুট দীর্ঘ ৮ ইঞ্চি চওড়া সাইকেল বানান তিনি। এবার সাত ইঞ্জিনিয়ারকে সঙ্গী করে সেই রেকর্ড ভেঙে দিলেন ইভান শাল্ক। নতুন বাইসাইকেলটি ১৮০ ফুট লম্বা, ১১ ইঞ্চি চওড়া। ২০১৮ সালে দীর্ঘতম সাইকেল তৈরির কাজ শুরু করেন ইভান-সহ আট ইঞ্জিনিয়ার। তবে চাইলেই এই সাইকেল নিয়ে পথেঘাটে নামা যাবে না। বাঁধা হয়ে দাঁড়াবে সাইকেলটির বিরাট দৈর্ঘ্যই।
[আরও পড়ুন: লাভ ইন মলদ্বীপ! জলে ভিজে কাঞ্চনকে জড়িয়ে শ্রীময়ী, সুইমিং পুলে চুমু]
ইতিমধ্যে নেটিজেনদের মন জয় করেছে ইভানের সাইকেল। আজব 'সৃষ্টি' ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এই বিষয়ে ইভান বলেন. "অন্যরা যখন আড্ডা দিয়ে সময় নষ্ট করেন, আমরা তখন সৃষ্টিশীল কাজে মগ্ন থাকি।"