সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি ইঞ্জিনিয়ারিং পড়ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল দামোদর ভ্যালি কর্পোরেশন। ৪০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে নিয়োগ করা হবে তাঁদের। আগ্রহী প্রার্থীদের আগামী ২৬ মে’র মধ্যে আবেদন করতে হবে। জেনে নিন শূন্যপদ সংক্রান্ত যাবতীয় তথ্য।
কারা কোন পদে আবেদনের যোগ্য:
জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড-১ (মেকানিক্যাল)
৩ বছরের ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা/ ৬৫ শতাংশ নম্বর পেয়ে টেকনোলজি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড-১(ইলেকট্রিক্যাল)
৩ বছরের ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা/ ৬৫ শতাংশ নম্বর পেয়ে টেকনোলজি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল)
৩ বছরের ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা/ ৬৫ শতাংশ নম্বর পেয়ে টেকনোলজি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
[আরও পড়ুন: ন্যূনতম স্নাতক হলেই মিলতে পারে ব্যাংকে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি]
জুনিয়র ইঞ্জিনিয়ার (কমিউনিকেশন)
৩ বছরের ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা/ ৬৫ শতাংশ নম্বর পেয়ে টেকনোলজি ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ২৮ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
৩৫ হাজার ৪০০ টাকা থেকে ১ লক্ষ ১২ হাজার ৪০০ টাকা বেতন পাবেন।
আবেদনের পদ্ধতি:
www.dvc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।
আবেদনের ফি:
আবেদনকারীকে ফি হিসাবে ৩০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে।
আবেদনের শেষদিন:
আগামী ২৬ মে’র মধ্যে আগ্রহীদের আবেদন করতে হবে।
শূন্যপদ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি জানতে আবেদনকারীদের www.dvc.gov.in ওয়েবসাইটে নজর রাখতে হবে।