shono
Advertisement

সুপার কাপের ডার্বি কবে? জানা গেল দিনক্ষণ

নতুন বছরের শুরুতেই একাধিক ডার্বির সম্ভাবনা।
Posted: 06:11 PM Dec 20, 2023Updated: 06:22 PM Dec 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। নতুন বছরের শুরুতেই আয়োজিত হতে চলেছে বহু প্রতীক্ষিত ডার্বি ম্যাচ। সূত্রের খবর, সুপার কাপের ডার্বি আয়োজিত হবে আগামী ১৯ জানুয়ারি। চলতি বছর আইএসএলের (ISL 2023) প্রথম পর্বের ডার্বি স্থগিত হয়ে গিয়েছে। আবার কলকাতা লিগের ডার্বিও হয়নি। ফলে দীর্ঘদিন বাদে ডার্বির সাক্ষী থাকতে চলেছে শহরবাসী।

Advertisement

আইএসএলের প্রথম পর্বের ডার্বি স্থগিত করে দেওয়া হয়েছে। তার নতুন দিন এখনও ঘোষিত হয়নি। মনে করা হচ্ছে নতুন বছর সেই ম্যাচ হবে। দ্বিতীয় পর্বের ডার্বিও হবে আগামী দু-তিন মাসের মধ্যেই। ফলে নতুন বছরের শুরুতেই তিনটি কলকাতা ডার্বির (Calcutta Derby) সম্ভাবনা থাকছে।

[আরও পড়ুন: নরম হিন্দুত্বের লাইনেই বিপর্যয়, তিন রাজ্যে বিপর্যয়ে শরিকদের নিশানায় কংগ্রেস]

সুপার কাপের সূচি এখনও ঘোষিত হয়নি। তবে গ্রুপ বিন্যাস হয়েছে। গ্রুপ এ-তে রয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল, হায়দরাবাদ এবং আই লিগের এক নম্বর দল। গ্রুপ বি-তে রয়েছে কেরালা ব্লাস্টার্স, নর্থইস্ট ইউনাইটেড, জামশেদপুর এবং আই লিগের দ্বিতীয় দল। গ্রুপ সি-তে রয়েছে, মুম্বই সিটি এফসি, চেন্নাইয়িন এফসি, পাঞ্জাব এফসি এবং আই লিগের তৃতীয় দল। গ্রুপ ডি-তে রয়েছে এফ সি গোয়া, ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) এবং আই লিগের চতুর্থ দল।

[আরও পড়ুন: প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন না ‘অযোগ্য’ ট্রাম্প! নজিরবিহীন রায় আমেরিকায়]

সুপার কাপে (Super Cup) অংশগ্রহণকারী দলগুলি ছ’জন করে বিদেশি ফুটবলার মাঠে নামাতে পারবে। ফেডারেশন জানিয়েছে সুপার কাপে প্রতিটি দল ৬ জন করে বিদেশি ফুটবলারের নাম নথিভুক্ত করতে পারবে এবং তাদের সবাইকেই প্রথম এগারোয় বা একসঙ্গে খেলানো যাবে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC)-এর নিয়ম অনুসারে এই নিয়ম চালু করতে চলেছে ফেডারেশন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement