shono
Advertisement
Champions League

একই দিনে দুই চ্যাম্পিয়নের পতন, চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় রিয়াল-বায়ার্নের

সেমিফাইনালে উঠে গেল আর্সেনাল, প্যারিস সাঁ জাঁ, ইন্টার মিলান এবং বার্সেলোনা।
Published By: Anwesha AdhikaryPosted: 09:40 AM Apr 17, 2025Updated: 09:40 AM Apr 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই দিনে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শেষ হল দুই প্রাক্তন চ্যাম্পিয়নের। সবমিলিয়ে ১-৫ গোলে চূর্ণ হল গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষ পর্যন্ত সেমিফাইনালে যেতে পারল না বায়ার্ন মিউনিখ। ফলে সেমিফাইনালে উঠে গেল আর্সেনাল, প্যারিস সাঁ জাঁ, ইন্টার মিলান এবং বার্সেলোনা।

Advertisement

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে আর্সেনালের কাছে ৩-০ হেরেছিল রিয়াল। বুধবার ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লড়াই ছিল কিলিয়ান এমবাপেদের। কিন্তু সান্তিয়াগো বের্নাবৌতেও জয় পেল না রিয়াল। গোলমুখী শট থেকে শুরু করে বল দখল-সবেতেই এগিয়ে ছিল হোম টিম। তা সত্ত্বেও ৬৫ মিনিটে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন বুকায়ো সাকা। মিনিট দুয়েকের মধ্যে অবশ্য সমতা ফেরান ভিনিসিয়াস জুনিয়র। তারপর লাগাতার চেষ্টা চালিয়ে গেলেও আর গোলমুখ খুলতে পারেনি রিয়াল। ম্যাচের সংযুক্ত সময়ে আর্সেনালের জয়সূচক গোলটি করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। বুধবারের ম্যাচ শেষ হয় ২-১ ফলে। দুই লেগ মিলিয়ে ৫-১ জয়ী আর্সেনাল।

অন্য ম্যাচে অবশ্য হাড্ডাহাড্ডি লড়াই হয় ইন্টার মিলান এবং বায়ার্ন মিউনিখের। প্রথম লেগে বায়ার্নের ঘরের মাঠে ২-১ জিতেছিলেন মার্কাস থুরামরা। কিন্তু নিজেদের ঘরের মাঠে জয় ধরে রাখতে পারেনি ইন্টার। বুধবারের ম্যাচে ৫২ মিনিটে প্রথম গোলটি করেন বায়ার্নের হ্যারি কেন। ঠিক ৬ মিনিটের মাথায় সমতা ফেরান লাউতারো মার্টিনেজ। তিন মিনিটের মধ্যে ফের গোল পায় ইন্টার মিলান। বেঞ্জামিন পারভার্ডের গোলে এগিয়ে যায় তারা। তবে ৭৬ মিনিটে এরিক দিয়েরের গোলে সমতা ফেরায় বায়ার্ন। সেখান থেকে অবশ্য আর গোল করতে পারেনি তারা। ম্যাচ শেষ হয় ২-২ ফলে। দুই লেগ মিলিয়ে ৪-৩ জয়ী ইন্টার মিলান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে আর্সেনালের কাছে ৩-০ হেরেছিল রিয়াল।
  • বুধবারের ম্যাচ শেষ হয় ২-১ ফলে। দুই লেগ মিলিয়ে ৫-১ জয়ী আর্সেনাল।
  • ম্যাচ শেষ হয় ২-২ ফলে। দুই লেগ মিলিয়ে ৪-৩ জয়ী ইন্টার মিলান।
Advertisement