shono
Advertisement
PV Vishnu

Exclusive: দলবদলের বাজারে বিরাট চমক, মোহনবাগানে সই করছেন ইস্টবেঙ্গলের বিষ্ণু

সূত্রের দাবি, বিষ্ণুর সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছে সবুজ-মেরুন শিবির।
Published By: Subhajit MandalPosted: 08:46 PM Apr 17, 2025Updated: 09:24 PM Apr 17, 2025

অনুরাগ রায়: মোহনবাগানের ছোবলে ঘর ভাঙছে ইস্টবেঙ্গলের। মরশুম শেষের আগেই দলবদলের বাজারে বিরাট চমক সবুজ-মেরুনের। মোহনবাগানে সই করছেন লাল-হলুদের উদীয়মান প্রতিভা পি ভি বিষ্ণু। সূত্রের দাবি, বিষ্ণুর সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছে সবুজ-মেরুন শিবির। সব ঠিক থাকলে আগামী মরশুমে সবুজ-মেরুন জার্সিতে খেলবেন উদীয়মান এই কেরল তারকা।

Advertisement

চলতি মরশুমে ইস্টবেঙ্গলের হতাশাজনক পারফরম্যান্সের মধ্যে সোনালি রেখার মতো উঠে এসেছেন বিষ্ণু। তাঁর গতি এবং ড্রিবলিং স্কিল নজর কেড়েছে ফুটবলপ্রেমীদের। শুধু আইএসএল নয়, এএফসিতেও নজর কেড়েছেন এই তরুণ তারকা। এর মধ্যে জাতীয় দলেও ডাক পান তিনি। চলতি মরশুমে বিষ্ণুর পারফরম্যান্স নজর এড়ায়নি মোহনবাগানেরও। শোনা যায়, খোদ সঞ্জীব গোয়েঙ্কা বিষ্ণুকে সবুজ-মেরুন জার্সিতে সই করানোর চেষ্টা শুরু করেন। বস্তুত বিষ্ণুকে দলে টানাটা একপ্রকার চ্যালেঞ্জ হিসাবে নেন তিনি।

এমনিতেই ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি বাড়ানো নিয়ে বিষ্ণুর তরফে বিশেষ আগ্রহ ছিল না। এর মধ্যে খোদ সঞ্জীব গোয়েঙ্কার তরফে লোভনীয় প্রস্তাব পাওয়ায় সেই প্রস্তাব তিনি ফেরাতে পারেননি। সব ঠিক থাকলে বিষ্ণুর মোহনবাগানে সই করাটা সময়ের অপেক্ষা। খুব দ্রুত হতে পারে সরকারি ঘোষণা। বিষ্ণু সই করলে মোহনবাগানের আক্রমণভাগ আরও শক্তিশালী হবে, তাতে সন্দেহ নেই। এমনিতে মোহনবাগানের দুই উইংয়ে লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ন, মনবীর সিংদের মতো তারকারা রয়েছেন। সেই সঙ্গে এবার যোগ হচ্ছেন বিষ্ণুও।

একই সঙ্গে বিষ্ণুর চলে যাওয়াটা ইস্টবেঙ্গলের জন্যও বড় ধাক্কা হতে পারে। লাল-হলুদের হাতে এই মুহূর্তে যে কজন ভালো মানের দেশি ফুটবলার রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম বিষ্ণু। তাঁকে যদি শেষমেশ খোয়াতে হয়, তাহলে পরিবর্ত খুঁজতে কালঘাম ছুটবে লাল-হলুদের। যদিও শোনা যাচ্ছে, বিষ্ণুকে দলে ধরে রাখতে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবে ইস্টবেঙ্গল। বিষ্ণুর সঙ্গে আরও এক মরশুমের চুক্তি আছে লাল-হলুদের। ইস্টবেঙ্গল কর্তারা ঘনিষ্ঠমহলে বলছেন, ইস্টবেঙ্গল না ছাড়লে বিষ্ণু মোহনবাগানে যোগ দিতে পারবেন না। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মোহনবাগানের ছোবলে ঘর ভাঙছে ইস্টবেঙ্গলের।
  • মরশুম শেষের আগেই দলবদলের বাজারে বিরাট চমক সবুজ-মেরুনের।
  • মোহনবাগানে সই করছেন লাল-হলুদের উদীয়মান প্রতিভা পি ভি বিষ্ণু।
Advertisement