প্রসূন বিশ্বাস: বেশ কয়েকদিন ধরেই তাঁকে ঘিরে অশান্তির আবহ তৈরি হয়েছিল ক্লাবে। অবশেষে সেই ক্লেটন সিলভার সঙ্গে চুক্তি ছিন্ন করল ইস্টবেঙ্গল। বুধবার ক্লাবের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ক্লেটন এবং ইস্টবেঙ্গলের পথ আজ থেকে আলাদা। উল্লেখ্য, চারদিন পরেই সুপার কাপ খেলতে নামবে ইস্টবেঙ্গল। তার আগেই একজন বিদেশি কমে গেল গতবারের চ্যাম্পিয়নদের স্কোয়াড থেকে।
লাল-হলুদ শিবিরের কোচ অস্কার ব্রুজোর সঙ্গে ক্লেটনের ঝামেলা শুরু হয় রবিবার থেকে। চেন্নাইয়িনের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ক্লেটনকে বদলি হিসেবে নামানো হয়। কোচ স্পষ্ট জানিয়ে দেন, নির্দিষ্ট পজিশনে খেলতে হবে ব্রাজিলীয় স্ট্রাইকারকে। কিন্তু এমন নির্দেশ মোটেই পছন্দ হয়নি ক্লেটনের। ৩০ সেকেন্ডের মধ্যে ম্যাচ ছেড়ে বেরিয়ে যান তিনি। শুধু তাই নয়, কোচকে অকথ্য ভাষায় গালিগালাজও করেন ক্লেটন।
রবিবারের এই ঝামেলার রেশ ছিল মঙ্গলবারও। বারপুজোর পরই অস্কারের অধীনে সুপার কাপের প্রস্তুতি শুরু করেন সল ক্রেসপোরা। প্রথমে বেশ খোশমেজাজেই অনুশীলন করছিলেন ক্লেটন। তারপর আচমকাই অস্কারকে উদ্দেশ্য করে কিছু একটা বলেন লাল-হলুদের স্ট্রাইকার। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে। এই পরিস্থিতিতে সৌভিক চক্রবর্তী একপ্রকার জোর করেই মাঠের বাইরে নিয়ে যান ক্লেটনকে। এই ঘটনার পরেই কারোওর নাম উল্লেখ না করে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেন, শৃঙ্খলার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। তখনই ইঙ্গিত মেলে, হয়তো ছেঁটে ফেলা হতে পারে ক্লেটনকে।
আশঙ্কা সত্যি করে বুধবার বিকেলে ইস্টবেঙ্গলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ক্লাবের সঙ্গে ক্লেটনের সম্পর্ক শেষ। এদিনও অনুশীলনে এসেছিলেন ব্রাজিলীয় স্ট্রাইকার। উল্লেখ্য, গতবছর এই ক্লেটনের গোলেই সুপার কাপ এসেছিল লাল-হলুদ শিবিরে। এবার তাঁকে ছাড়াই খেতাব রক্ষার লড়াইয়ে নামবে ইস্টবেঙ্গল। একজন বিদেশিও কম পাবেন অস্কার ব্রুজো। ক্লেটনের বিদায়ে অবশ্য মনখারাপ ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশের।
