shono
Advertisement
Anwar Ali

পাঁচ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে আনোয়ার, সরকারি ঘোষণা লাল-হলুদের

আগেই ডুরান্ড কাপের জন্য নথিভুক্ত করা হয়েছে আনোয়ারের নাম।
Published By: Krishanu MazumderPosted: 07:19 PM Aug 13, 2024Updated: 07:20 PM Aug 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে আনোয়ার। গতকালই ডুরান্ড কাপের জন্য নথিভুক্ত করানো হয় তাঁর নাম। মঙ্গলবার ক্লাবের তরফ থেকে সরকারি ভাবে জানিয়ে দেওয়া হল, জাতীয় দলের ডিফেন্ডারের সঙ্গে দীর্ঘমেয়াদি ভিত্তিতে চুক্তি করা হয়েছে।
ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত জাতীয় দলের ডিফেন্ডার প্রসঙ্গে বললেন ''আনোয়ার দলে আসায় আমরা আরেক জন জাতীয় দলের ফুটবলার পেলাম। পরবর্তী কয়েক বছরের জন্য আনোয়ার রক্ষণে অভিজ্ঞতা বয়ে আনতে পারবে।'' 

Advertisement

[আরও পড়ুন: অক্টোবরে দিল্লিতে শুটিং বিশ্বকাপ, মেগা টুর্নামেন্টে অনিশ্চিত মনু ভাকের]


১৮ তারিখ ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ। সেই ম্যাচে আনোয়ার খেলবেন কিনা তা পুরোপুরি নির্ভর করছে কোচ কুয়াদ্রাতের উপরে। লাল-হলুদে সই করার পরে জাতীয় দলের ডিফেন্ডার বলছেন, ''লাল-হলুদ জার্সি পরতে পেরে আমি গর্বিত এবং সম্মানিত। কলকাতা বিমানবন্দরে যে অভ্যর্থনা পেয়েছি তাতে আমি অভিভূত। ভক্ত-অনুরাগীরা ইতিমধ্যেই আমার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়েছে। ইস্টবেঙ্গলের হয়ে ফুটবল জীবনের সেরা বছর কাটাতে চাই। মাঠে নেমে ক্লাবের ভক্ত-অনুরাগীদের খুশি করতে চাই। জয় ইস্টবেঙ্গল।''
আনোয়ারকে নিয়ে আলোড়িত হয়েছিল দেশের ফুটবলমহল। তিনি কার, তা নিয়ে জোর চর্চা হয়েছিল। অবশেষে জাতীয় দলের ডিফেন্ডারের পিঠেই উঠছে লাল-হলুদ জার্সি।

[আরও পড়ুন: ‘দলের অনেকেরই এটাই প্রথম এএফসি কাপ’, তুর্কমেনিস্তানের ক্লাবের বিরুদ্ধে নামার আগে সতর্ক কুয়াদ্রাত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাঁচ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে আনোয়ার।
  • গতকালই ডুরান্ড কাপের জন্য নথিভুক্ত করানো হয় তাঁর নাম।
  • মঙ্গলবার ক্লাবের তরফ থেকে সরকারি ভাবে জানিয়ে দেওয়া হল, জাতীয় দলের ডিফেন্ডারের সঙ্গে দীর্ঘমেয়াদি ভিত্তিতে চুক্তি করা হয়েছে।
Advertisement