Advertisement
গোটা পাড়ার হাতে রূপ পাবে মা দুর্গা, নিউটাউনের এই বারোয়ারি পুজোয় প্রস্তুতি তুঙ্গে
শুধু হইহুল্লোড়, আনন্দ নয়, উৎসবে যাতে প্রত্যেকের মুখে হাসি ফোটে, সেই প্রয়াসও করে ইস্টার্ন হাই পুজো কমিটি।
লাগাতার বৃষ্টিতে এখনও শরতের চেনা আকাশ চোখে পড়ছে না ঠিকই। তবে বরুণদেবের ভ্রুকুটি উপেক্ষা করেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বাংলাজুড়ে। খড়ের কাঠামোতে ধীরে ধীরে পড়ছে মাটির প্রলেপ। দুর্গাপুজোর প্রাক্কালের সেই চেনা ছবিই চোখে পড়ল কলকাতার বারোয়ারি পুজো ইস্টার্ন হাই পুজো কমিটিতে।
নিউটাউনের এই বারোয়ারি পুজো এবার ১৩ তম বছরে পা দিচ্ছে। যার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। হাতে আর মাত্র মাস খানেক সময়। তারপরই উৎসবে মেতে উঠবে আপামর বাঙালি। সেই পুজোর গন্ধেই এখন ম ম করছে ইস্টার্ন হাই দুর্গাপুজো মণ্ডপে।
এই প্রথমবার কমপ্লেক্সের মণ্ডপেই তৈরি হচ্ছে প্রতিমা। শুধু তাই নয়, মণ্ডপসজ্জাতে অংশ নেন পাড়ার লোকেরাও। গতবারই যেমন এলাকার মহিলা এবং শিশুরা কাঁধে কাঁধ মিলিয়ে প্যান্ডেল রঙিন করে তুলেছিলেন।
এবার এলাকার বাসিন্দারা যাতে প্রতিমা গড়ার সঙ্গে সরাসরি যুক্ত হতে পারে, সেই ব্যবস্থাও করা হয়েছে। এর জন্য একটি ক্লে আর্ট ওয়ার্কশপও তৈরি করা হয়েছে। মৃন্ময়ী মা চিন্ময়ী রূপ পাবেন সকলের হাত ধরে। উমার ঘরে ফেরার এই আনন্দ যাতে প্রত্যেকে সমানভাবে ভাগ করে নিতে পারেন, সেই কারণেই এই উদ্যোগ।
Published By: Sulaya SinghaPosted: 03:00 PM Sep 16, 2023Updated: 09:04 PM Sep 16, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ