সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তদশ লোকসভা নির্বাচনের সূচি ঘোষণা করল নির্বাচন কমিশন। মোট ৭ দফায় হবে ভোট। প্রথম দফায় ভোট ১১ এপ্রিল। ভোট শেষ হবে ১৯ মে। ফল ঘোষণা রবিবার দিল্লির বিজ্ঞানভবনে সাংবাদিক বৈঠকে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে কমিশন। ভোট ঘোষণার পাশাপাশি দেশজুড়ে কার্যকর হয়ে গেল নির্বাচনী আচরণবিধি। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন সুনিশ্চত করতে বদ্ধপরিকর কমিশন। ভোটের দিন ঘোষণার আগে বিভিন্ন রাজ্যের বোর্ডের পরীক্ষা এবং ধর্মীয় অনুষ্ঠানের তারিখের কথা মাথায় রাখা হয়েছে, জানিয়েছেন সুনীল অরোরা। গোটা দেশে প্রায় ৯০ কোটি ভোটার আছেন, নতুন ভোটার দেড় কোটি। সমস্ত ভোটকেন্দ্রে ভিভিপ্যাট ব্যবহার করা হবে।এই প্রথম প্রার্থীদের ছবি থাকবে ইভিএমে।পশ্চিমবঙ্গে ভোট হবে ৭ দফায়।
[‘রাহুকাল’-এ ভোট ঘোষণা কমিশনের, চিন্তিত দক্ষিণের নেতারা]
একনজরে লোকসভা ভোটের সূচি।
প্রথম দফা ১১ এপ্রিল
অন্ধ্রপ্রদেশ ২৫টি আসন, অরুণাচলের ২টি আসন, অসমের ৫, বিহারের ৪, ছত্তিশগড়ের ১, জম্মু কাশ্মীরের ১ , মণিপুর ১, মেঘালয়ের ২, মিজোরামের ১ নাগাল্যান্ডের ১, ওড়িশা ৪, সিকিম ১, তেলেঙ্গানার ১৭, ত্রিপুরা ১, উত্তরপ্রদেশের ৮, উত্তরাখণ্ডের ৫, পশ্চিমবঙ্গের ২, আন্দামান নিকোবর ১, লাক্ষাদ্বীপের ১ আসন-সহ মোট ৯১টি আসনে ভোট।
দ্বিতীয় দফা ১৮ এপ্রিল
অসম ৫, বিহার ৫, ছত্তিশগড় ৩, জম্মু কাশ্মীর ২, কর্ণাটক ১৪, মণিপুর ১, ওড়িশা ৫, তামিলনাড়ু ২৯, ত্রিপুরা ১, উত্তরপ্রদেশের ৮, পশ্চিমবঙ্গ ৩, পুদুচেরি ১ সহ-মোট ৯৭ আসনে ভোট।
তৃতীয় দফা ২৩ এপ্রিল
অসম ৪, বিহার ৫, ছত্তিশগড় ৭, গুজরাট ২৬, গোয়া ২, জম্মু কাশ্মীর ১, কর্ণাটকের ১৪, কেরল ১৪, মহারাষ্ট্র ১৪, ওড়িশা ৬, উত্তরপ্রদেশ ১০, পশ্চিমবঙ্গ ৫, দাদরা নগর হাভেলির ১, দমন এবং দিউ ১টি আসন মিলিয়ে ১১৫ আসনে ভোট।
চতুর্থ দফা ২৯ এপ্রিল
বিহার ৫, জম্মু কাশ্মীর ১, ঝাড়খণ্ড ৩, মধ্যপ্রদেশ ৬, মহারাষ্ট্র ১৭, ওড়িশা ৬, রাজস্থান ১৩, উত্তরপ্রদেশ ১৩, পশ্চিমবঙ্গ ৮ সহ মোট ৯ রাজ্যের ৭১ আসনে ভোট।
পঞ্চম দফা ৬ মে
বিহার ৫, জম্মু কাশ্মীর ২, ঝাড়খণ্ড ৪, মধ্যপ্রদেশ ৭, রাজস্থান ১২, উত্তরপ্রদেশ ১৪, পশ্চিমবঙ্গের ৭ আসন-সহ মোট ৫১টিতে ভোটগ্রহণ।
ষষ্ঠ দফা ১২ মে
বিহার ৮, হরিয়ানা ১০, ঝাড়খণ্ড ৪, মধ্যপ্রদেশ ৮, উত্তরপ্রদেশ ১৮, পশ্চিমবঙ্গের ৮টি, দিল্লির ৭টি আসন-সহ মোট ৫৯ আসনে ভোট।
সপ্তম দফা ১৯ মে
বিহার ৮, ঝাড়খণ্ড ৩, মধ্যপ্রদেশ ৮, পাঞ্জাব ১৩, চণ্ডীগড়ে ১, পশ্চিমবঙ্গ ৯, হিমাচল ৪টি আসনে ভোট হবে।
ফলপ্রকাশ ২৩ মে
[ভোটে কারচুপি রুখতে নয়া দাওয়াই, স্ক্রু বদলের চেষ্টা হলেই বন্ধ হবে EVM]
দিন কয়েক আগেই কমিশন সূত্রে জানা গিয়েছিল, এ সপ্তাহের শেষের দিকে কিংবা আগামী সপ্তাহের শুরুতে ঘোষণা করা হবে ভোটের নির্ঘণ্ট। সেইমতো রবিবার বিকেলেই দিন ঘোষণা করা হল। গত লোকসভায় অর্থাৎ, ২০১৪ লোকসভায় ভোট ঘোষণা হয়েছিল ৫ মার্চ। কিন্তু এবছর নির্বাচন ঘোষণায় অনাবশ্যক দেরি করা হচ্ছে বলে কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছিল। যদিও, নির্বাচন কমিশনের তরফে এসব অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।
গতবছর ভোট হয়েছিল ৯ দফায়। ২০১৪ লোকসভায় ভোট শুরু হয় ৮ এপ্রিল এবং শেষ হয়েছিল ১২ মে। গতবছর শেষদফায় ভোট হয়েছিল ১২ মে। ষোড়শ লোকসভার মেয়াদ শেষ হচ্ছে ৩ জুন।২০১৪ লোকসভায় ৫৪৩ আসনের মধ্যে বিজেপি একাই পেয়েছিল ২৮২টি আসন। অন্যদিকে কংগ্রেস মাত্র ৪৪টি আসনে গুটিয়ে গিয়েছিল।
The post ঘোষিত লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট, ৭ দফায় ভোট appeared first on Sangbad Pratidin.