সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাইয়ের ছায়া কলকাতাতেও৷ বুধবার, খনি মাফিয়া জে শেখর রেড্ডিকে ১৭০ কোটি টাকা ও ১২৭ কিলোগ্রাম সোনা-সহ গ্রেফতার করেছিল সিবিআই৷ বৃহস্পতিবার, কলকাতার এক ব্যবসায়ী ও হাওয়ালা মাফিয়া পরশমল লোধাকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টররেট৷ তাঁর বিরুদ্ধে ২৫ কোটি কালো টাকা সাদা করার ফেলার অভিযোগ রয়েছে৷
এদিন সকালে মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত পারসমল লোধাকে৷ আজই ওই অভিযুক্ত মালয়েশিয়া পালাতে যাচ্ছিল৷ বিমানবন্দরেই তাঁকে গ্রেফতার করেন ইডির আধিকারিকরা৷ তাঁর বিরুদ্ধে অসাধু উপায়ে ২৫ কোটি টাকার পুরনো নোট বদলে নতুন করার অভিযোগ রয়েছে৷ পারসমলের সঙ্গে কুখ্যাত হাওয়ালার মাফিয়াদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে সূত্রের খবর৷ দেশের একাধিক প্রান্ত থেকে পুরনো নোট একটি কেন্দ্রীয় ‘লোকেশন’-এ আনার কাজ করতেন ধৃত ব্যবসায়ী৷ তারপর সেই পুরনো নোট বদলে ফেলতেন নতুন নোটে৷ দিল্লির এক আইনজীবীকে জেরা করে পারসমলের নাম জানতে পারেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ সেইমতো তাঁকে ‘ট্র্যাক’ করার কাজ চলছিল৷ শেষ পর্যন্ত আজ তাঁকে গ্রেফতার করা হল৷ পাশাপাশি, রেড্ডির সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে বলে অনুমান ইডি-র৷ তাঁকে দিল্লিতে আনা হচ্ছে৷ আজই অভিযুক্তকে সাকেত আদালতে পেশ করবে ইডি৷
The post ২৫ কোটি কালো টাকাকে সাদা করে ধৃত কলকাতার ব্যবসায়ী appeared first on Sangbad Pratidin.