সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি হাই কোর্টের নির্দেশে সাময়িক স্বস্তিতে অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় জেরার জন্য বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি পেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার দিল্লি হাই কোর্টে (Delhi High Court) আবেদন জানান অনুব্রতর আইনজীবী। বুধবার সেই মামলাতেই স্বস্তি পেলেন তৃণমূল নেতা। জানানো হল, আপাতত তাঁকে দিল্লি নিয়ে যাওয়া যাবে না। মামলার পরবর্তী শুনানি ৯ জানুয়ারি। অর্থাৎ নতুন বছরের শুরুতেই অনুব্রতর ঠিকানা যে তিহার জেল হচ্ছে না, তেমনটাই মনে করা হচ্ছে।
গত সোমবারই গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) বীরভূমের তৃণমূল সভাপতিকে দিল্লি নিয়ে গিয়ে জেরার অনুমতি পেয়েছিল ইডি। সেইমতো তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতিও শুরু হয়। তবে মঙ্গলবার ভোরে আচমকাই মোড় ঘুরে যায়। অন্য একটি মামলায় রাজ্য পুলিশ অনুব্রতকে (Anubrata Mandal) অভিযুক্ত করে দুবরাজপুর আদালতে পেশ করে। সেই মামলায় তাঁর ৭ দিনের পুলিশ হেফাজত হয়।
[আরও পড়ুন: গঙ্গাসাগর মেলায় চলবে ড্রোনে নজরদারি, আর কী কী ব্যবস্থা নিল প্রশাসন?]
গরু পাচার মামলায় গ্রেপ্তারের পর থেকেই ইডি আধিকারিকরা জানিয়েছিলেন, তাঁরা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চান। কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের ধারণা, অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে জেরা করলে অনেক অজানা তথ্যই বেরিয়ে আসবে। এ নিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে মামলা দায়ের করে ইডি। যেখানে ইডির পক্ষেই নির্দেশ দেয় আদালত। কিন্তু নতুন মামলায় অনুব্রত গ্রেপ্তারির পরই রাউস অ্যাভিনিউর নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন অনুব্রতর আইনজীবী।
এদিন বিচারপতি জানিয়ে দিলেন, ৯ জানুয়ারি এই মামলার ফের আদালতে তোলা হবে। অর্থাৎ ততদিন অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া যাবে না।