shono
Advertisement
Delhi

বাড়িওয়ালার সঙ্গে সমকামী সম্পর্ক, জানতে পারায় স্ত্রীকে খুন যুবকের!

পুলিশ ফ্ল্যাটের মালিককে গ্রেপ্তার করলেও মহিলার স্বামী এখনও পলাতক।
Published By: Biswadip DeyPosted: 10:07 AM Mar 30, 2025Updated: 10:17 AM Mar 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী অন্য পুরুষদের সঙ্গে সমকামী সম্পর্কে লিপ্ত। জেনে ফেলার পরই খুন হতে হল স্ত্রীকে! এমনই অভিযোগে চাঞ্চল্য পূর্ব দিল্লিতে। সেখানকার এক ফ্ল্যাটের ভিতরে বক্স খাটে লুকনো মহিলার পচাগলা লাশ উদ্ধার হওয়ার পরই পুলিশ গ্রেপ্তার করেছে ফ্ল্যাটের মালিক ও আরেক অভিযুক্তকে। তবে ওই মহিলার স্বামী পলাতক।

Advertisement

গত বৃহস্পতিবার দিল্লি পুলিশ একটা ফোন পায়। সেই ফোনে জানানো হয় একটি বন্ধ ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরচ্ছে। তদন্তে নেমে পুলিশ দেখে পিছনের দরজায় রক্তের দাগ। এরপর ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢুকে একটি বক্সখাটের ভিতরে কম্বলে মোড়ানো পচাগলা লাশ উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ হেফাজতে নেওয়া হয় ফ্ল্যাটের মালিক বিবেকানন্দ মিশ্রকে। শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। দাবি, অভিযুক্ত স্বীকার করে নিয়েছেন তিনি ওই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। গ্রেপ্তার করা হয়েছে অভয় কুমার নামে আরেক অভিযুক্তকেও। এই দুই অভিযুক্তের সঙ্গেই মৃতার স্বামী আশিসের সঙ্গে সমকামী সম্পর্ক ছিল বলে দাবি।

পুলিশের তরফে জানানো হয়েছে, পাঞ্জাবের লুধিয়ানায় মৃতা অঞ্জলির বাড়ি ছিল। স্বামীর 'কীর্তি' জানতে পেরে তিনি সেখানেই চলে গিয়েছিলেন। কিন্তু গত ২১ মার্চ তাঁকে সেখান থেকে ফের দিল্লিতে নিয়ে আসে আশিস। এরপরই তাঁকে খুন করা হয় বলে অনুমান। এও দাবি, মৃতদেহ খাটে ঢুকিয়ে রেখে জয়পুরে চলে যায় তিন অভিযুক্ত। পরে ফ্ল্যাটের মালিক দিল্লিতে ফিরে এলেও আশিস ও অভয় বিহারে চলে যায়। মনে করা হচ্ছে, তারা সবাই মিলে দেহটি অন্য কোথাও সরানোর পরিকল্পনাও করছিল। কিন্তু তার আগেই পুলিশ সন্ধান পেয়ে যায় দেহটির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্বামী অন্য পুরুষদের সঙ্গে সমকামী সম্পর্কে লিপ্ত। জেনে ফেলার পরই খুন হতে হল স্ত্রীকে! এমনই অভিযোগে চাঞ্চল্য পূর্ব দিল্লিতে।
  • সেখানকার এক ফ্ল্যাটের ভিতরে বক্স খাটে লুকনো মহিলার পচাগলা লাশ উদ্ধার হওয়ার পরই পুলিশ গ্রেপ্তার করেছে ফ্ল্যাটের মালিক ও আরেক অভিযুক্তকে।
  • মহিলার স্বামী এখনও পলাতক।
Advertisement