সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বেলাগাম দিলীপ ঘোষ। এবার প্রাক্তন মন্ত্রী অখিল গিরিকে লাঠিপেটার নিদান দিলেন তিনি। শনিবার কাঁথির সমবায় ব্যাংকের ভোট কেন্দ্র করে অশান্তিতে তৃণমূলকেই নিশানা করলেন। সব ভোটেই অশান্তি ছড়ানোই তৃণমূলের কাজ বলে অভিযোগ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির।

রবিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ বলেন, "অখিল গিরি গতকাল গুন্ডামি করেছেন। অখিলকে মারেনি কেন, ওঁকে মেরে বের করে দেওয়া উচিত ছিল।" কাঁথির সমবায় ভোটে অখিল গিরির বিরুদ্ধে দাপাদাপির অভিযোগ সামনে এসেছে। সেই ইস্যুতেই তোপ দাগলেন দিলীপ। একইসঙ্গে রাজ্যের শাসকদলকে নিশানা করেন তিনি। তাঁর দাবি, "সমস্ত ভোটেই অশান্তির অ্যাজেন্ডা তৃণমূলের। একজন বিধায়ক ভোটকেন্দ্রে অশান্তি করবে তো চুপ করে থাকবে লোকে? লাঠি দিয়ে মেরে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া উচিত ছিল।"
কাঁথি কৃষি ও গ্রামোন্নয়ন সমবায় ব্যাঙ্ক অর্থাৎ কার্ড ব্যাঙ্কের ১১টি কেন্দ্রে ভোট হয় শনিবার। ৭৮টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই ১৮টি আসনে জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থী। বাকি ৬০ আসনে শনিবার ভোট গ্রহণ হয়। ভোট শুরুর পরেই কাঁথির জাতীয় বিদ্যালয়ে ভোট কেন্দ্রের থেকে কিছুটা দূরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এদিকে এদিন কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোট ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় রামনগর কলেজ চত্বর। আক্রান্ত হন তৃণমূল বিধায়ক অখিল গিরি। অভিযোগ, সমবায় ব্যাঙ্কের ভোট কেন্দ্রে ব্যাঙ্কের পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভোটারদের ঢুকতে বাধা দেয় পুলিশ। তার প্রতিবাদ করতেই আক্রান্ত বলে দাবি অখিলের। বলেন, “পুলিশের লোকটাই আমার গায়ে হাত তুলেছে। জেরক্স কপি নিয়ে এসেছে বলে ভোট দিতে দিচ্ছে না। ভোটারদের বারবার হেনস্তা করা হয়েছে।” যদিও বিজেপির অভিযোগ, তাঁদের ভোট দিতে বাধা দিয়েছে তৃণমূল। এ বিষয় নিয়েই এদিন তোপ দাগলেন দিলীপ।