অর্ণব আইচ: ব্যাঙ্ক জালিয়াতির পর গা ঢাকা আমেরিকায়। এমনই অভিযোগে এক জালিয়াতি মামলায় অভিযুক্ত প্রবাসী ভারতীয়র ২৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। কলকাতায় ইডির বিশেষ আদালত পুষ্পেশকুমার বৈদ্য নামে ওই ব্যবসায়ীর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়।
ইডি সূত্র জানিয়েছে, সিবিআইয়ের ব্যাঙ্ক জালিয়াতির মামলার ভিত্তিতে ইডি তদন্ত শুরু করেছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, অভিযুক্ত ওই ব্যবসায়ী বিভিন্ন ভুয়ো জমি ও ফ্ল্যাটের ভুয়ো নথি জমা দিয়ে একাধিক ব্যাঙ্ক থেকে ঋণ নেন। এই পদ্ধতিতে পাঁচটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ১৮৩ কোটি টাকা ঋণ নেন ওই ব্যবসায়ী। পরে ওই বিপুল টাকা তাঁর পরিচিত ও কর্মচারীদের নামে থাকা বিভিন্ন অ্যাাকউন্টে পাঠিয়ে দেন। সেই টাকা নিজেই হস্তগত করেন বলে অভিযোগ। ইডি তদন্ত করে জানতে পারে, এই ব্যাঙ্ক জালিয়াতির পর তিনি আমেরিকায় গিয়ে গা ঢাকা দেন।
তাঁর বিরুদ্ধে অজামিনযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। বিদেশমন্ত্রকের মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ইডি তদন্ত করে কলকাতা ও তামিলনাড়ুতে তাঁর ২৩ কোটি ৮১ লাখ টাকা স্থাবর ও ১৩ লাখ ৪০ হাজার টাকার অস্থাবর সম্পত্তির হদিশ পায়। ওই সম্পত্তিই বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে ইডি।