অর্ণব দাস, বারাসত: সাড়ে ১৯ ঘণ্টা ম্যারাথন তল্লাশির পর খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়ি থেকে বেরলেন ইডি আধিকারিকরা। রাত দেড়টা নাগাদ মন্ত্রীর বাড়ি থেকে বের হন তাঁরা। রথীনবাবু জানিয়েছেন, খালি হাতেই ফিরতে হয়েছে ইডি আধিকারিকদের।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া অয়ন শীলের থেকে পাওয়া তথ্য অনুযায়ী পুরসভাগুলিতেও নিয়োগে বিস্তর দুর্নীতির অভিযোগ তোলে ইডি, সিবিআই। আর অয়ন শীলের অফিস থেকে পাওয়া একাধিক নথিপত্র ঘেঁটেই রথীন ঘোষের নাম উঠে আসে। কারণ, রথীনবাবু মধ্যমগ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। সেই সূত্র ধরেই গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালে খাদ্যমন্ত্রীর মধ্যমগ্রামের বাড়িতে হাজির হন ইডি আধিকারিকরা। দিনভর চলে তল্লাশি। রাত দেড়টায় বের হন ইডি আধিকারিকরা।
[আরও পড়ুন: কাজ নিয়ে ধারণা নেই, উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়ে বললেন প্রাক্তন IPS!]
এ বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, “পুরসভায় নিয়োগের তদন্তে ইডির অফিসাররা এসেছিলেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সহ-তদন্ত সংক্রান্ত কিছু বিষয়ে জিজ্ঞাসা করলেন। আমি আইনের কিছু ধারা বলে চেষ্টা করলাম ভুল ভাঙাতে। একটা বইও ওনাদের দিয়েছি এবং বলেছি যেখানেই যেটা করুন দেখে শুনে করুন।” তিনি আরও বলেন, “এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। আমি মন্ত্রী, আমার বাড়িতে ইডি এসেছে শুনলে মানুষের মনে ধারণা হবে আমি হয়তো কিছু করেছি। আমার কাছে যা জানতে চেয়েছে, আমি বলেছি। ওনারা খালি হাতেই ফিরে গিয়েছেন।”