সংবাদ প্রতিদিন ব্যুরো: আরও বিপাকে সন্দেশখালির ‘বাঘ’ শাহজাহান শেখ। ফেরার তৃণমূল নেতার বিরুদ্ধে নয়া অভিযোগ দায়ের করে তাঁর ঘনিষ্ঠদের ঠিকানায় তল্লাশি শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকাল থেকে হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ মোট ছ’জায়গায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। ইডি সূত্রের খবর, শাহজাহানকে (Shahjahan Sheikh) ফের সমন পাঠানো হতে পারে।
সূত্রের খবর, আমদানি-রপ্তানি সংক্রান্ত ব্যবসায় ‘অনিয়ম’ নিয়ে নতুন একটি ইসিআইআর বা অভিযোগ দায়ের করেছে ইডি (ED)। তার ভিত্তিতেই শুরু হয় তদন্ত। জমি-ভেড়ির টাকা বিনিয়োগ বেনিয়ম ছিল কিনা, সীমান্ত পেরিয়ে মাছ পাচার হত কিনা, সব খতিয়ে দেখতে চায় ইডি। তবে শাহজাহান এখন বেপাত্তা। তাই তাঁর ঘনিষ্ঠদের ঠিকানায় আপাতত তল্লাশি চালানো হচ্ছে।
[আরও পড়ুন: ‘এমন সত্যি যা শিহরিত করে’, সন্দেশখালির নির্যাতিতাদের নিয়ে তথ্যচিত্র প্রকাশ বিজেপির]
শুক্রবার সকাল ৭টা নাগাদ ইডির আধিকারিকেরা হাওড়ার হালদারপাড়া এবং কলকাতার বিজয়গড়ের একটি ঠিকানায় তল্লাশি শুরু করেছেন। এছাড়াও বিরাটি-সহ উত্তর ২৪ পরগণার চার জায়গায় চলছে তল্লাশি। ইডি আধিকারিকদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। বিরাটিতে অরুণ সেনগুপ্ত নামের এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছে ইডি। মধ্য হাওড়ার হালদারপাড়া লেনে পার্থপ্রতিম সেনগুপ্ত নামের এক মাছ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডি। জানা যাচ্ছে, পার্থপ্রতিমের মাছের ভেড়ির ব্যবসা রয়েছে। সেই ব্যবসার সঙ্গে শাহজাহান শেখের যোগ রয়েছে বলেই অনুমান । ৪ সদস্যের ইডির আধিকারিক সকাল সাড়ে সাতটা নাগাদ বাড়িতে প্রবেশ করেন। বাড়ির বাইরে রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী।
[আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ‘জয় শ্রীরাম’ ধ্বনি চিনা জওয়ানদের! ভাইরাল ভিডিও]
শেখ শাহজাহান কোথায়? এই প্রশ্নেই তোলপাড় গোটা বাংলা। প্রায় ৫০ দিন বেপাত্তা সন্দেশখালির বেতাজ বাদশা। তাঁর হদিশ পেতে আগামী ২৯ ফেব্রুয়ারি ফের শাহজাহানকে ফের তলব করেছে ইডি। আজ শাহজাহানের আগাম জামিন মামলার শুনানি ব্যাংকশাল আদালতে। এদিকে আজ সন্দেশখালিতে গিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল।