সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডি নোটিস পাঠানোর পর থেকেই বেপাত্তা তৃণমূল যুবর সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। আজ অর্থাৎ শুক্রবার সকাল ১১ টায় হাজিরার কথা তাঁর। কিন্তু আদৌ কি যাবেন তিনি সিজিও কমপ্লেক্সে? সেটাই লাখ টাকার প্রশ্ন। এদিকে প্রশ্নমালা তৈরি করে প্রস্তুত ইডি।
নিয়োগ দুর্নীতি মামলার শিকড়ে পৌঁছতে দীর্ঘদিন ধরে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃতদের জেরা করায় একের পর এক উঠে আসছে নতুন নতুন নাম। এবার ইডির নজরে তৃণমূল যুবর সভানেত্রী সায়নী ঘোষ। গত মঙ্গলবার রাতে তাঁকে নোটিস পাঠায় ইডি। আজ অর্থাৎ শুক্রবার হাজিরা দেওয়ার কথা তাঁর। কিন্তু ইডি নোটিস পাঠানোর পর থেকেই এককথায় উধাও সায়নী। বুধ ও বৃহস্পতি, দুদিনই দলের প্রচারে দেখা যায়নি তাঁকে। বাতিল করা হয়েছিল প্রচার। যদিও কারণ হিসেবে কিছুই জানানো হয়নি বলেই খবর।
[আরও পড়ুন: জানুয়ারিতেই আদ্রার TMC নেতাকে খুনের ছক! সিটের তদন্তে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য]
এখানেই শেষ নয়, সূ্ত্র মারফত জানা যাচ্ছে দলের নেতারাও নাগাল পাচ্ছেন না সায়নী ঘোষের। তাহলে তিনি কোথায়? এটা পুরোটাই ধোঁয়াশা। তিনি ইডি দপ্তরে যাবেন কি না, তা এখনও জানা যায়নি স্পষ্টভাবে। তবে সূত্র মারফত খবর, নির্দিষ্ট সময়েই সিজিও কমপ্লেক্সে পৌঁছবেন তিনি। এদিকে সায়নীকে জিজ্ঞাসাবাদ করতে তৈরি ইডি। তৃণমূল নেত্রীকে প্রশ্ন করবেন ৪ জনের একটি দল। বেশ কিছু নথি সঙ্গে নিয়ে তাঁকে জেরা করা হবে বলেই খবর। প্রসঙ্গত, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের টাকায় গাড়ি চড়েন সায়নী।