shono
Advertisement

কয়লা পাচার মামলায় ফের মলয় ঘটককে তলব ইডি’র, দিল্লি যাবেন মন্ত্রী?

এর আগে মোট ১১ বার ইডির তলব এড়িয়েছেন মলয় ঘটক।
Posted: 10:11 AM Jul 12, 2023Updated: 07:01 PM Jul 12, 2023

সোমনাথ রায়, নয়াদিল্লি: কয়লা পাচার মামলায় ফের রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে তাঁকে দিল্লিতে ইডি’র হেডকোয়ার্টারে ডেকে পাঠানো হয়েছে।

Advertisement

এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এর আগেও নোটিস পাঠানো হয় তাঁকে। কিন্তু মোট ১১ বার ইডির তলব এড়িয়েছেন মলয় ঘটক। গত ৫ জুন মলয় ঘটককে নোটিস পাঠায় ইডি (ED)। দিল্লির দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। তার ঠিক আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকেও একই নির্দেশ দেওয়া হয়েছিল। তার আগেও সুপ্রিম কোর্টের নির্দেশমতো ই-মেল করে তৃণমূল বিধায়কের সময় চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু পরপর দু’বার তিনি ই-মেলের জবাব দেননি বলে জানা গিয়েছিল। তৃতীয়বার ই-মেল করার পর জিজ্ঞাসাবাদের জন্য ইডিকে সময় দিয়েছিলেন তিনি। সেই মর্মে ১৯ জুন দিল্লিতে যাওয়ার কথা ছিল তাঁর।

[আরও পড়ুন: Panchayat Election: বহু বুথে বাতিল তৃণমূলের ভোট, নেপথ্য সরকারি কর্মীদের কারসাজি? উঠছে প্রশ্ন]

তবে রাজ্যে পঞ্চায়েত ভোটের (Panchayat vote) নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ায় হাজিরা এড়িয়ে গিয়েছিলেন আইনমন্ত্রী। তখনই জানিয়েছিলেন, পরবর্তীতে ইডি তলব করলে নিশ্চিতভাবেই তদন্তে সাহায্য করবেন। এরপর তাঁকে ফের গত ২৭ জুনও নয়াদিল্লিতে ডেকে পাঠানো হয়। সেবারও হাজিরা দেননি। এবার চলতি মাসের তৃতীয় সপ্তাহে তাঁকে তলব করা হল। পঞ্চায়েত ভোটও মিটে গিয়েছে। তাই এবার রাজ্যের আইনমন্ত্রী কী করেন, সেটাই দেখার। আর এবারও তিনি হাজিরা এড়ালে ইডি কী পদক্ষেপ করে, সে নিয়েও জল্পনা শুরু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement