shono
Advertisement

Breaking News

Vladimir Putin

পর্দায় 'ক্রেমলিনের জাদুকর' পুতিনের জীবন! অভিনয়ে কী বদল আনলেন ব্রিটিশ অভিনেতা?

২০২৬ সালের জানুয়ারি মাসে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।
Published By: Biswadip DeyPosted: 12:12 PM Sep 03, 2025Updated: 12:12 PM Sep 03, 2025

চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে অভিনেতারা নানা ধরনের প্রস্তুতির মধ্যে দিয়ে যান। জুড ল অভিনয় করবেন পুতিন চরিত্রে। উচ্চারণে এনেছেন প্রভেদ। সিনেমার নাম: ‘দ্য উইজার্ড অফ ক্রেমলিন’। ২০২৬ সালের জানুয়ারি মাসে এ সিনেমা মুক্তি পাওয়ার কথা

Advertisement

বেশ কয়েক দিন বসতির জীবনের সঙ্গে মানিয়ে-গুছিয়ে নিয়ে, বেশভূষা অবিন্যস্ত রেখে, স্নান না-করে, দাড়ি না-কেটে, চেহারায় অনেকখানি এলোমেলোমি ধারণ করে যখন ছেলেটি গিয়ে হাজির হয়েছিল পরিচালকের দরবারে, একটি বিশেষ ‘রোল’-প্রার্থী হয়ে, পরিচালক ‘না’ করতে পারেননি, বস্তুত, তঁার সিনেমায় ও-ধরনের ‘লুক’-এর একটি ছেলেকে তিনি যে খুঁজছিলেন! দর্শকের সামনে এভাবে উঠে আসেন– বিবেক ওবেরয়, সিনেমার নাম ‘কোম্পানি’, পরিচালক রামগোপাল ভার্মা। চরিত্রের প্রয়োজনে এতখানি ঘষামাজা সাদরে বরণ করে নিয়েছিলেন তিনি।

আর-একজন বিখ্যাত পরিচালক রাজু হিরানি খুঁজছিলেন এমন একজন চরিত্রাভিনেতা, যে, যত রেগে যায়, তত হেসে ওঠে, অথচ চেহারায় হাস্য-উদ্রেককারী নয়। বোমান ইরানিকে নিতে চান এই চরিত্রে, তবে ‘লুক’ দেখে সন্তুষ্ট হতে পারছিলেন না। একদিন তিনি অফিসে ঢুকেছেন, ‘রোল’টির কথা বাতাসে ছড়িয়ে যাওয়ায়, টুকটাক অনেকেই আসে, পরিচালকের সঙ্গে দেখা করতে। তেমনই একজন উঠে দঁাড়াল। পরিচালক রাজু হিরানি কার্যত তঁাকে না-দেখেই অফিসের ভিতরে সেঁধিয়ে গেলেন। তিনি, আসলে, বোমান ইরানির জন্য, অপেক্ষা করছেন। এদিকে, বোমান আসছেন আর না! অন্যদিকে, বাইরে রোল-পদপ্রার্থী ব্যক্তিটি বারবার আবদার করছে পরিচালকের সঙ্গে একটিবার সাক্ষাৎ করার। অবশেষে রাজু হিরানি ডেকে পাঠান ভদ্রলোককে, এবং কথা বলার পরেও বুঝতে পারেন না, ওই ব্যক্তি আসলে বোমান ইরানি, নব ‘লুক’-এ হাজির হয়েছেন। সেই ‘লুক’ কেমন, যারা ‘মুন্নাভাই এমবিবিএস’ দেখেছে, তাদের নতুন করে বলে দিতে হয় না। এই নিরীক্ষাপ্রবণ তাগিদকে বরণ না-করে উপায় কী?

সিনেমার প্রয়োজনে অভিনেতারা যে-ধরনের শারীরিক ও মানসপ্রস্তুতি নিতে থাকেন, তা এক-একটি চরিত্রকে ভিন্ন স্তরে উত্তীর্ণ করে দেয়। অমিতাভ বচ্চন থেকে ইরফান খান, অনুপম খের থেকে পঙ্কজ ত্রিপাঠী– হাতের কাছে এমন উদাহরণ অজস্র। রণদীপ হুদা একটি চরিত্রে অভিনয় করার স্বার্থে কয়েক কেজি ওজন কমিয়ে শীর্ণকায় হয়েছিলেন। চেহারায় আরোপ করেছিলেন রুগ্‌ণতার ছাপ।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চরিত্রে অভিনয় করতে চলেছেন জুড ল। সিনেমার নাম: ‘দ্য উইজার্ড অফ ক্রেমলিন’। ২০২৬ সালের জানুয়ারি মাসে এ সিনেমা মুক্তি পাওয়ার কথা। রুশ প্রেসিডেন্ট চির-বিতর্কিত। কয়েক দিন আগে ‘খবর’ হয়েছিলেন বিদেশের মাটি থেকে শরীরী বর্জ্য ধারণ করে স্বদেশে ফেরার জন্য। মাঝে-মাঝেই ‘খবর’ হয়ে ওঠেন– আদৌ বেঁচে আছেন তো– এই গুজবের জেরে। এহেন পুতিন-চরিত্রে অভিনয় করতে স্বচ্ছন্দ তো জুড ল? রাখঢাক না-করে ব্রিটিশ অভিনেতা বলেছেন– ‘প্রতিক্রিয়া নিয়ে অত ভাবি না। বিতর্ক করার জন্য বিতর্ক তৈরিতেও বিশ্বাসী নই। কিছু জোর করে প্রতিষ্ঠা করতেও চাইছি না।’ পুতিনের অভিব্যক্তি ধারণ করার জন্য ইতিমধ্যে নন্দিত জুড ল নিশ্চয় আরও ভেঙে বলবেন, তঁার প্রস্তুতির খুঁটিনাটি, কখনও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জুড ল অভিনয় করবেন পুতিন চরিত্রে। উচ্চারণে এনেছেন প্রভেদ।
  • সিনেমার নাম: ‘দ্য উইজার্ড অফ ক্রেমলিন’।
  • ২০২৬ সালের জানুয়ারি মাসে এ সিনেমা মুক্তি পাওয়ার কথা।
Advertisement