টিটুন মল্লিক ও সুনীপা চক্রবর্তী: রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বাঁকুড়া সফরে সিভি আনন্দ বোস। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখেন তিনি। এদিকে, ঝাড়গ্রামে যান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আরও একবার আচার্য বিলে রাজ্যপালের সই প্রসঙ্গে মুখ খুললেন দু’জনেই।
একদিনের নোটিসে বাঁকুড়া সফরে রাজ্যপাল। এদিন বাঁকুড়ায় পৌঁছেই বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে যান তিনি। সেখানে সাংবাদিকদের একাধিক প্রশ্নের সম্মুখীন হন সিভি আনন্দ বোস। আচার্য বিলে সই প্রসঙ্গেও প্রশ্ন করা হয় তাঁকে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানিয়ে দেন তিনি।
[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে উড়ল লাল পতাকা, দীর্ঘ ১৩ বছর পর কার্যালয় পুনরুদ্ধার সিপিএমের]
এদিকে, একইদিনে ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রীনিবাস, আদিবাসী পড়ুয়াদের জন্য একটি স্টাডি রুম এবং বিশ্ববিদ্যলয় ক্যাম্পাসে একটি মিউজিয়ামের উদ্বোধন করেন। এছাড়া মানিকপাড়া কলেজে একটি ছাত্রনিবাসের উদ্বোধন করেন। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষদের সঙ্গে একটি বৈঠকও সারেন। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে কথাবার্তা বলেন। শোনেন বিভিন্ন দাবিদাওয়া। পাশাপাশি আচার্য বিল প্রসঙ্গেও মুখ খোলেন ব্রাত্য।
তাঁর অনুরোধ, “আমি চাইছি উনি খতিয়ে দেখুন। মহামান্য রাজ্যপাল হয় উনি সই করুন। নইলে বিলটা ফেরত পাঠান।” উল্লেখ্য, রাজ্যের মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছিল, সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য আর রাজ্যপাল থাকবেন না। মুখ্যমন্ত্রী বসবেন সেই পদে। সেই বিল নিয়ে টানাপোড়েন অব্যাহত।
দেখুন ভিডিও: