সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট দিনের মধ্যেই পাল্টা প্রত্যাঘাত করল ভারতীয় সেনাবাহিনী৷ লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে সুদূর মায়ানমারে দুর্ভেদ্য জঙ্গিঘাঁটিতে হামলা চালাল সেনারা৷ শুক্রবার রাতে এই অভিযানে মৃত্যু হয়েছে আট জঙ্গির৷ আরও ১৬ জন জঙ্গিকে ধরে মায়ানমার সরকারের হাতে তুলে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী৷ নির্দিষ্ট আইন মেনে গ্রেফতার হওয়া ওই জঙ্গিদের ভারতে আনা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর৷
গত ২২ মে মণিপুরে অসম রাইফেলসের টহলদারি বাহিনীর উপর অতর্কিতে হামলা চালায় কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী৷ তদন্তে প্রকাশ হয়, উত্তর-পূর্বে নাশকতা চালানো বেশ কয়েকটি জঙ্গি সংগঠন একসঙ্গে জোট বেঁধেছে৷ এইসব জঙ্গি সংগঠনগুলি পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে কোরকম (কোর কমিটি) নামে একটি যৌথ মঞ্চ গড়ে তুলেছে৷ তারাই রয়েছে গতবারের হামলার পিছনে৷ এই হামলায় প্রাণ হারান অসম রাইফেলসের ৬ জন জওয়ান৷
মণিপুরে সেনা কনভয়ে জঙ্গি হামলা, নিহত ৬
ভারত সীমান্তের কাছে মায়ানমারের ১৬ কিলোমিটার গভীর পাহাড়-জঙ্গল ঘেরা দুর্গম ওই এলাকায় ঘাঁটি বানিয়েছে উত্তর-পূর্বের জঙ্গিরা৷ বারবার ভারতের মাটিতে নাশকতা চালিয়ে ওই দুর্ভেদ্য ঘাঁটিতে আশ্রয় নিত জঙ্গিরা৷ ওই অঞ্চলে মায়নমার সরকারেরও কোন শাসন চলে না৷ সেখানেই এবার হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী৷ নিহত এবং গ্রেফতার হওয়া জঙ্গিরা কোরকমের সদস্য বলে জানা গিয়েছে৷
গত বছর জুন মাসে এই মণিপুরের চাণ্ডেলেই ডোগরা রেজিমেন্টের উপর হামলা চালায় জঙ্গিরা৷ সেই হামলায় প্রাণ হারান ১৭ জন জওয়ান৷ এই হামলায় আরও ১৬ জন জখম হন৷ সেবারও সেনাবাহিনীর সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি জঙ্গিরা৷ একবছর পর ফের একবার সীমান্ত পেরিয়ে পাল্টা জবাব দিল সেনা৷