shono
Advertisement

রাখে হরি মারে কে! ট্রাকের তলায় চাপা পড়েও বহাল তবিয়তে প্রৌঢ়া! ভাইরাল ভিডিও

এমনটা ঘটতে পারে, চোখে দেখার পরও বিশ্বাস করা মুশকিল।
Posted: 05:38 PM Dec 06, 2020Updated: 05:38 PM Dec 06, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সত্যিই ‘অলৌকিক’! ৫৪ সেকেন্ডের এক ভিডি ক্লিপ ভাইরাল (Viral video) হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। যা দেখে বিস্মিত না হয়ে উপায় নেই। তামিলনাডুর (Tamil Nadu) এক প্রৌঢ়া ট্রাকের তলায় চাপা পড়ে গিয়েও যেভাবে অক্ষত দেহে ফিরে এলেন, তা চোখে দেখার পরও বিশ্বাস করা মুশকিল। আশ্চর্য এই ঘটনাটি ঘটেছে তামিলনাডুর তিরুচেনগোড়েতে। 

Advertisement

ঠিক কী দেখা গিয়েছে ভিডিওটিতে? বাসস্ট্যান্ডের দিকে এগোনোর সময় রাস্তা পার হচ্ছিলেন ওই প্রৌঢ়া। হঠাৎ দাঁড়িয়ে পড়তে দেখা যায় তাঁকে। আচমকা তাঁর দিকে এগিয়ে আসে একটি হলুদ রঙের ট্রাক। বাঁক নেওয়ার মুখে সেই ট্রাক সোজা এসে তাঁকে চাপা দেয়। এরপর ট্রাকটি বেরিয়ে গেলে দেখা যায় কিছুই হয়নি ওই মহিলার। তবে উঠে বসলেও দাঁড়াতে পারছিলেন না তিনি। তাঁকে সাহায্যের ইশারা করতেও দেখা যায়। ভিডিওর একেবারে শেষে এক ব্যক্তিকে দৌড়ে এসে ওই মহিলাকে তুলে ধরার চেষ্টা করতেও দেখা যায়।

[আরও পড়ুন: ব্যাঙের ঘাম থেকে মানুষের রক্ত, বিদঘুটে এসব নেশার কথা জানতেন?]

পুরো ঘটনাটিই ক্যামেরাবন্দি হয়ে যায় সিসিটিভিতে। পরে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সকলেই শিউরে উঠেছেন ভিডিওটি দেখে। তারপর আশ্বস্তও হয়েছেন ট্রাকটি চলে যাওয়ার পরে প্রৌঢ়ার নিজে নিজেই উঠে বসার স্বাভাবিক ভঙ্গি দেখে। প্রসঙ্গত, পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ট্রাকটিকে চিহ্নিত করেছে। গ্রেপ্তার হয়েছে ট্রাক চালক।

ভিডিওটি শেয়ার হওয়ার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সাত হাজার ভিউ হয়ে গিয়েছে। এই ধরনের ভিডিও অবশ্য বরাবরই দ্রুত ভাইরাল হয়ে যায়। এর আগে মথুরা স্টেশনে একটি এক বছরের শিশু এমনভাবেই ট্রেনের তলায় পড়েও বেঁচে গিয়েছিল। ভাইরাল হয়েছিল সেটিও।

[আরও পড়ুন: একই খাবার নিয়ে বাড়ির সামনে হাজির ৪২ জন ডেলিভারি বয়! কারণ জানলে চমকে উঠবেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার