shono
Advertisement

Mizoram Assembly Election 2023: পাঁচ নয়, রবিবার ভোটগণনা চার রাজ্যের, এক রাজ্যে গণনা পিছিয়ে দিল কমিশন

কেন হঠাৎ সিদ্ধান্ত বদল কমিশনের?
Posted: 02:38 PM Dec 02, 2023Updated: 03:00 PM Dec 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ রাজ্যের নয়, রবিবার অর্থাৎ ৩ ডিসেম্বর চার রাজ্যের ভোটগণনা হবে। মিজোরামের (Mizoram) ভোটগণনা রবিবার হচ্ছে না। বদলে সোমবার উত্তর-পূর্বের রাজ্যটির ভোটবাক্স খোলা হবে। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে অর্থাৎ শুক্রবার রাতে নয়া সিদ্ধান্তের কথা জানাল নির্বাচন কমিশন (Election Commission)।

Advertisement

মিজোরাম, তেলেঙ্গানা, ছত্তিশগড়, রাজস্থান (Rajasthan) এবং মধ্যপ্রদেশ, পাঁচ রাজ্যের ভোটের বিজ্ঞপ্তি জারি হয় একসঙ্গেই। ৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে পাঁচ রাজ্যের ভোটগ্রহণও সম্পন্ন হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার সবকটি রাজ্যে একসঙ্গে ভোটগণনা হওয়ার কথা ছিল। কিন্তু মিজোরামের ভোটগণনা একদিন পিছিয়ে সোমবার করা হল। অর্থাৎ রবিবার শুধু তেলেঙ্গানা, ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশের ভোটগণনা হবে।

[আরও পড়ুন: রোহিতদের হেডস্যর যখন দর্শক! ছেলের খেলা গ্যালারিতে বসে দেখছেন দ্রাবিড়]

কিন্তু কেন পিছনো হল মিজোরামের (Mizoram) ভোটগণনা শুরু? আসলে মিজোরামের ৮৮ শতাংশ মানুষ খ্রিস্টান। আর রবিবার অর্থাৎ ৩ ডিসেম্বর খ্রিস্টানদের বিশেষ প্রার্থনার দিন। সেকারণে মিজোরামের রাজনৈতিক দলগুলি থেকে শুরু করে ভোটকর্মীরা সকলেই রবিবারের বদলে অন্য দিন ভোট গণনার দাবি জানাচ্ছিলেন। নির্বাচন কমিশন সেই দাবি মেনে একদিন ভোটগণনা পিছিয়ে দিল।

[আরও পড়ুন: শৈশবের রাজা-মন্ত্রী খেলাই অক্সিজেন জোগাত সুড়ঙ্গ বন্দি দশায়, বলছেন শ্রমিকরা]

৪০ আসনের মিজোরাম বিধানসভায় এবার ত্রিমুখী লড়াই। শাসকদল এমএনএফ (MNF) এবং নতুন দল জেডপিএমের (ZPM) পাশাপাশি লড়াইয়ে রয়েছে কংগ্রেস (Congress)। অধিকাংশ এক্সিট পোলে ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত মিলেছে। আবার কোনও কোনও বুথ ফেরত সমীক্ষায় নতুন দল জেডপিএমের জয়ের ইঙ্গিতও দিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement