shono
Advertisement
Election Commission

গ্যারান্টির নামে ভোটারদের ব্যক্তিগত তথ্য নথিভুক্ত নয়, রাজনৈতিক দলগুলিকে নিষেধাজ্ঞা কমিশনের

প্রতিশ্রুতি পূরণের নামে আগাম ফর্ম পূরণ করিয়ে রাখছে একাধিক রাজনৈতিক দল, তাতেই আপত্তি কমিশনের।
Posted: 01:24 PM May 03, 2024Updated: 02:05 PM May 03, 2024

স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: তৃতীয় দফার নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশ্যে কড়া নিষেধাজ্ঞা জারি করল জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচনী প্রচারে ভোট পরবর্তী বিভিন্ন যে প্রস্তাবিত প্রকল্পের উল্লেখ করছে দলগুলি, সেগুলিকে সামনে রেখে সাহায্য করার অজুহাতে ভোটারদের বিভিন্ন তথ্য চাওয়া যাবে না। এই মর্মে কড়া নিষেধাজ্ঞা জারি করা হল।

Advertisement

কমিশন (Election Commission) সূত্রের বক্তব্য অনুযায়ী, তাদের কাছে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে যে, ফর্ম, লিফলেট বিলি করে, মিসড কলের মাধ্যমে বা ভোটার সার্ভের মাধ্যমে প্রস্তাবিত গ্যারান্টির জন্য ভোটারদের বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে।

[আরও পড়ুন: ‘ওদের সব রিপোর্ট সন্দেহজনক’, বিশ্বশান্তি প্রসঙ্গে রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তোপ ভারতের]

এ ধরনের প্রত্যেকটি বিজ্ঞাপন এবং প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলার নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। চিঠি দেওয়া হয়েছে প্রতিটি রাজনৈতিক দলকেও। কমিশনের বক্তব্য, এভাবে আসলে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করা হচ্ছে।

[আরও পড়ুন: ‘দেশের মেয়েরা হেরে গেল’, ব্রিজভূষণের ছেলে টিকিট পাওয়ায় হতাশ সাক্ষী

উল্লেখ্য, লোকসভার (Lok Sabha 2024) প্রচার পর্বে বিজেপির তরফে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাপ্রাপ্তদের ফোন করা হচ্ছে। তাঁরা কোন দলকে সমর্থন করবেন সেটা জানতে চাওয়া হচ্ছে। যা নিয়ে প্রবল আপত্তি জানিয়েছে বিরোধীরা। আবার কংগ্রেসও নিজেদের ন্যায় গ্যারান্টির প্রচারে বাড়ি বাড়ি লিফলেট বিলি করছে। কোথাও কোথাও নাম নথিভুক্ত করারও অভিযোগ উঠেছে। সেসবেই এবার নিষেধাজ্ঞা জারি করল কমিশন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তৃতীয় দফার নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশ্যে কড়া নিষেধাজ্ঞা জারি করল জাতীয় নির্বাচন কমিশন।
  • নির্বাচনী প্রচারে ভোট পরবর্তী বিভিন্ন যে প্রস্তাবিত প্রকল্পের উল্লেখ করছে দলগুলি, সেগুলিকে সামনে রেখে সাহায্য করার অজুহাতে ভোটারদের বিভিন্ন তথ্য চাওয়া যাবে না। এই মর্মে কড়া নিষেধাজ্ঞা জারি করা হল।
  • পুরো বিষয়টি সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে ভোট গ্রহণের চেষ্টা, ঘুষের শামিল বলেও ব্যাখ্যা নির্বাচন কমিশনের।
Advertisement