সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ ৩ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। মহারাষ্ট্র, হরিয়ানা এবং ঝাড়খণ্ডের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী পাঁচ মাসের মধ্যে। শুক্রবার একত্রে ৩ রাজ্যের ভোট ঘোষণা হতে পারে। সেই সঙ্গে ঘোষণা হয়ে যেতে পারে কাশ্মীরের নির্বাচনের নির্ঘণ্টও। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সেপ্টেম্বর মাসের মধ্যে ভোট হওয়ার কথা উপত্যকায়।
মহারাষ্ট্র এবং হরিয়ানা বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩ নভেম্বর এবং ২৬ নভেম্বর। এই দুই রাজ্যের ভোট শুক্রবারই ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। ঝাড়খণ্ডের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর জানুয়ারি মাসে। ঝাড়খণ্ডেরও ভোট নির্ঘণ্ট এদিন ঘোষণা করা হতে পারে।
[আরও পড়ুন: হিন্দু-মুসলিম জনবিন্যাসের পরিবর্তনে বিপদ বাড়ছে অসমের! স্বাধীনতা দিবসে শঙ্কিত হিমন্ত]
৩৭০ ধারা বাতিল সংক্রান্ত মামলায় গত বছর শীর্ষ আদালত (Supreme Court) জানিয়ে দেয়, কাশ্মীরে গণতন্ত্রের পুনরুত্থান জরুরি। ৩০ সেপ্টেম্বর ২০২৪ সালের মধ্যে সেরাজ্যের নির্বাচন করাতে হবে। তার পর কেন্দ্রও কাশ্মীরে দ্রুত ভোট করানোর প্রতিশ্রুতি দিয়েছে। সেপ্টেম্বরেই যে উপত্যকায় নির্বাচন হতে পারে, সে ইঙ্গিত দিয়েছেন খোদ অমিত শাহ। দিন কয়েক আগে কাশ্মীরে গিয়েছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সব রকমের প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে। শুক্রবার কাশ্মীরেও ভোট ঘোষণা করা হতে পারে।
[আরও পড়ুন: ১০ বছরে প্রথমবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিরোধী দলনেতা, রাহুলের জন্য বরাদ্দ পিছনের আসন]
এর বাইরে বাংলা-সহ একাধিক রাজ্যের উপনির্বাচনেরও দিনক্ষণ ঘোষণা হতে পারে। আগামী কয়েক মাসের মধ্যে শুধু বাংলার ৬টি আসনে উপনির্বাচন হওয়ার কথা। এবার লোকসভা ভোটে বিজেপি ও তৃণমূলের অনেক বিধায়ক প্রার্থী হয়ে জিতেছেন। সব মিলিয়ে বাংলায় ১০টি বিধানসভা আসন শূন্য হয়েছিল। সেগুলির মধ্যে চারটিতে ভোট ইতিমধ্যেই হয়েছে। আরও ৬টিতে ভোট বাকি। সেগুলির নির্ঘণ্ট ঘোষণা হতে পারে শুক্রবার।