সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের ঝাঁসির 'অভিশপ্ত' সেই হাসপাতালে আরও বাড়ল মৃত্যুর সংখ্যা। শনিবার রাতে আরও দুই সদ্যোজাতের মৃত্যু হয়েছে এই হাসপাতালে। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭। রবিবার এই তথ্য প্রকাশ্যে এনেছেন ওই মেডিক্যাল কলেজের অধ্যক্ষ নরেন্দ্র সিং সেঙ্গার। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে তাদের।
গত ১৫ নভেম্বর রাতে ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শিশুদের জন্য তৈরি এই আইসিইউতে অগ্নিকাণ্ডের জেরে সে রাতেই মৃত্যু হয় ১০ শিশুর। পাশাপাশি ৩৯ জন উদ্ধার করে ঝাঁসির একাধিক হাসপাতালে ভর্তি করা হয়। সেই ঘটনার পর একের পর এক হাসপাতাল থেকে আসছে মৃত্যুর খবর। ১৫ নভেম্বরের পর থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত এক সপ্তাহে ৫ শিশুর মৃত্যু হয়। গত বুধবার তিন শিশু ও শনিবার আরও দুই শিশুর মৃত্যু হল।
তবে এই মৃত্যুর ঘটনায় শারীরিক অসুস্থতাকে দায়ী করেছেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ নরেন্দ্র সিং সেঙ্গার। তিনি বলেন, ওই দুই শিশু শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুর পর তাদের দেহ ময়নাতদন্ত করা হয়, উভয় ক্ষেত্রেই মৃত্যুর কারণ হিসেবে জানা গিয়েছে অসুস্থতা। শুধু তাই নয়, গত বুধবার তিন শিশুর মৃত্যুতেই শারীরিক অসুস্থতাকে দায়ী করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের তরফে জানানো হয়েছে, হাসপাতালে অগ্নিকাণ্ডের পর মোটামুটি সুস্থই ছিল ওই তিন শিশু। তাদের শরীরে পোড়া বা আঘাতের চিহ্ন ছিল না। হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছিল শিশুদের। তবে অসুস্থতাজনিত কারণে শেষ পর্যন্ত মৃত্যু হয় তাদের।