অরূপ বসাক, মালবাজার: এতদিন কৃষি জমি, চাবাগান, শ্রমিক মোহল্লায় হাতির উপদ্রব ছিল। কিন্তু এবার সরাসরি রিসর্টের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করল হাতি। বুধবার সকালে মালবাজার মহকুমার চালসার মঙ্গলবাড়ি বস্তি সংলগ্ন এলাকার একটি বেসরকারি রিসর্টের সামনের ঘটনা। পালিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচলেন পর্যটকরা। ঘটনার পরও আতঙ্কে পর্যটকরা।

বুধবার সকালে বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন পর্যটক। তাঁরা রিসর্ট থেকে বেরনোর মুহূর্তে হাতিটিকে দেখতে পান। হাতিটিকে গেটের দিকে এগিয়ে আসতে দেখে পর্যটকরা ফের রিসর্টের ভিতরে চলে আসেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হাতিটি গেট ভেঙে রিসর্টে ঢোকার চেষ্টা করে। রিসর্টে ঢুকতে না পেরে পাশের লোকালয়ে চলে যায়। পরবর্তীতে হাতিটি সেখান থেকে সংলগ্ন পানঝোড়া জঙ্গলে ঢুকে যায়। ঘটনায় রিসর্টের সামান্য ক্ষতি হলেও পর্যটকরা সুরক্ষিত আছেন বলে খবর।
ওই এলাকার বাসিন্দা মহম্মদ আকিবুল বলেন, "সকালে দাঁতাল হাতিটি রিসর্টের আশেপাশে ঘুরে বেরিয়েছে। সম্ভবত খাবারের খোঁজে এলাকায় চলে আসে। স্থানীয়রা হাতি বেরিয়ে আসার খবর পেয়ে ভিড় করতে থাকে। আর এতেই হাতিটি রেগে যায়। একসময় হাতিটি রিসর্টের গেট ভেঙে পালানোর চেষ্টা করে। পরে নিজেই পানঝোড়া জঙ্গলের দিকে চলে যায়।
মালবাজারের মঙ্গলবাড়ি বস্তি এলাকায় হাতির হানা নতুন কোনও ঘটনা নয়। আগেও ওই এলাকায় হাতির হানায় একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে এবার একদম রিসর্টের গেট ভেঙে হাতি ভিতরে চলে আসায় রীতিমতো আতঙ্কে রিসর্ট কর্মী থেকে পর্যটকেরা। হামলা চালানো হাতিটির উপর নজর রাখছে বনদপ্তর।