shono
Advertisement

বন্ধ হতে পারে Gmail! জল্পনার মাঝেই মাস্ক জানালেন, Xmail আসছে

জিমেলের আদর্শ বিকল্প হয়ে উঠতে পারে Xmail?
Posted: 09:11 PM Feb 25, 2024Updated: 09:11 PM Feb 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়লা আস্ট থেকে আর কাজ করবে না জিমেল। বন্ধ হতে চলেছে গুগলের এই ই-মেল পরিষেবা। এমন খবরেই সম্প্রতি তোলপাড় হয়েছে সোশাল মিডিয়া। তবে এহেন জল্পনায় ইতি টেনেছে খোদ গুগল। কিন্তু জল্পনা চলাকালীনই নতুন খবর নিয়ে হাজির হন এলন মাস্ক! জানান, শীঘ্রই আসছে জিমেলের পরিপূরক!

Advertisement

শীঘ্রই নাকি ই-মেল পরিষেবা চালু করতে চলেছে এলন মাস্কের সংস্থা। অর্থাৎ জিমেলের আদর্শ বিকল্প হয়ে উঠতে পারে Xmail। সম্প্রতি X হ্যান্ডেলের সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং টিমের সিনিয়র সদস্য নাথান ম্যাকগ্রেডির একটি টুইট থেকেই চর্চা শুরু হয়েছে। টুইট করে তিনি জানতে চেয়েছেন, কবে থেকে কার্যকর হবে Xmail? যার উত্তরও দিয়েছেন মাস্ক। টেসলা কর্ণধার জানান, পরিষেবা দিতে একেবারে প্রস্তুত Xmail। ইউজাররা যাতে সেরা ই-মেল পরিষেবা পান, তার জন্য সবরকম পদক্ষেপ করা হচ্ছে।

[আরও পড়ুন: বাংলায় তৃণমূল-কংগ্রেসের জোটের জট কাটাতে উদ্যোগী লালু ও অখিলেশ, ফোন মমতাকে]

সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে একটি স্ক্রিনশট। যেখানে দেখা যায়, একজন জিমেল ইউজারকে ই-মেলটি করা হয়েছে। সেখানেই উল্লেখ করা হয়েছে যে আগামী পয়লা আগস্টের পর বন্ধ হয়ে যাচ্ছে জিমেল। ওই তারিখের পর থেকে আর ই-মেল পাঠানো যাবে না। কোনও ই-মেল ঢুকবেও না। এমনকী স্টোরেজও ফাঁকা হয়ে যাবে। দীর্ঘদিনের পথচলার কথা উল্লেখ করে নিজেদের গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে জিমেল। এমন স্ক্রিনশটই ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। আর তার পরই শুরু হয় চর্চা। লক্ষ লক্ষ জিমেল ইউজারদের কপালে ভাঁজ পড়ে।

কিন্তু শুক্রবার সব জল্পনায় জল ঢেলে X হ্যান্ডেলে জানিয়ে দিয়েছে, “জিমেল এখানে থাকতে এসেছে।” অর্থাৎ অদূর ভবিষ্যতে জিমেল বন্ধ হওয়ার কোনও সম্ভাবনা নেই। এমতাবস্থায় মাস্কের Xmail-এর প্রতি ইউজাররা ঠিক কতখানি আগ্রহ দেখান, এখন সেটাই লাখ টাকার সওয়াল।

[আরও পড়ুন: কোমরে ময়ূর পেখম বেঁধে জলে ডুব মোদির, সাগরের নিচে দ্বারকায় সারলেন পুজো]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement