সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টুইটারের (Twitter) মালিকানা পেয়েই তিনি ছেঁটে ফেলেছিলেন টুইটারের ভারতীয় বংশোদ্ভূত সিইও পরাগ আগরওয়ালকে (Parag Agarwal)। কিন্তু তাঁর প্রতি অসূয়া এখনও যায়নি এলন মাস্কের (Elon Musk)। এবার তিনি দাবি করলেন, মাইক্রো ব্লগিং সাইটটির নয়া সিইওর সন্ধান পেয়ে গিয়েছেন। দাবি করলেন, এই সিইও পরাগের থেকে অনেক বেশি কর্মদক্ষ। সেই সিইও কিন্তু কোনও মানুষ নন, মাস্কের পোষ্য! এমন উৎকট রসিকতা করে ফের বিতর্ক উসকে দিলেন ধনকুবের।
মাস্কের পোষ্য কুকুরের নাম ফ্লকি। তারই একাধিক ছবি টুইটারে শেয়ার করেছেন তিনি। এরই মধ্যে একটি ছবিতে কুকুরটিকে দেখা যাচ্ছে ‘সিইও’ লেখা টিশার্ট পরে চেয়ারে বসে থাকতে। এই ছবি শেয়ার করে মাস্ক লেখেন, ‘টুইটারের নতুন সিইও অনবদ্য।’ কেবল তাই নয়, এরই পাশাপাশি তিনি লেখেন, ‘এই সিইও অন্যদের থেকে বেশি যোগ্য।’ যা থেকে পরিষ্কার, নাম না করেও ভূতপূর্ব সিইও পরাগকেই বিঁধলেন তিনি।
[আরও পড়ুন: সংবাদমাধ্যমকে ভয় দেখানো ও হেনস্তার চেষ্টা চলছে, BBC দপ্তরে আয়কর ‘হানা’ নিয়ে উদ্বিগ্ন এডিটর্স গিল্ড]
এই পোস্টকে ঘিরে স্বাভাবিক ভাবেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। কিন্তু কেন মাস্কের এমন রাগ পরাগের উপরে? আসলে মাস্কের বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন টুইটারের প্রাক্তন সিইও। এরপরই আদালত তাঁকে টুইটারের সঙ্গে পূর্বতন চুক্তিমতো লেনদেন সম্পূর্ণ করার নির্দেশ দেয়। শেষ পর্যন্ত টুইটার কেনার চুক্তি করেন মাস্ক। কিন্তু টুইটার কেনার পরই পরাগ-সহ সংস্থার শীর্ষ কর্তাদের সরিয়ে দেন তিনি।