সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের ধনীতম ব্যক্তির সংস্থায় তৈরি বিশ্বের বৃহত্তম মহাকাশযান। কিন্তু উৎক্ষেপণের পর মাত্র কয়েক মিনিট টিকল সেই স্টারশিপ (Starship)। এলন মাস্কের (Ekon Musk) সংস্থা স্পেসএক্সের (SpaceX) তৈরি স্টারশিপ ভেঙে পড়ল উৎক্ষপণের কয়েক মুহূর্ত পরেই। ভাইরাল হয়ে গিয়েছে স্টারশিপের ভেঙে পড়ার দৃশ্যের ভিডিও। প্রসঙ্গত, চাঁদ ও মঙ্গল অভিযানের জন্য বিশেষ মহাকাশযান তৈরি করছে মাস্কের সংস্থা স্পেসএক্স।
বৃহস্পতিবার টেক্সাসের বোকা চিকা থেকে উৎক্ষেপণ হয় মাস্কের সংস্থার তৈরি স্টারশিপের। কথা ছিল, রকেটের সঙ্গেই উৎক্ষপণ করা হবে স্টারশিপটি। মিনিট তিনেক পর রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে মহাশূন্যে পাড়ি দেবে এই মহাকাশযান। রকেটের সফল উৎক্ষেপণ হলেও পরে গণ্ডগোল শুরু হল। বিচ্ছিন্ন হয়ে মহাশূন্যে যাওয়ার পরিবর্তে মাটিতে আছড়ে পড়ল মাস্কের স্পেসশিপ।
[আরও পড়ুন: তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে CBI, হাই কোর্টের নির্দেশের ৩ দিনের মাথায় হানা]
যদিও এই ঘটনার পরেও স্টারশিপের উৎক্ষেপণকে সফল বলেই দাবি করেছে স্পেসএক্স। সংস্থার তরফে বলা হয়েছে, “আমরা ব্যর্থতা থেকে শিখি, সেখান থেকেই পরবর্তীকালে সাফল্য আসে। তবে আগামী দিনে আরও উন্নতি করবে স্পেসএক্সের এই স্টারশিপ।” যদিও শোনা গিয়েছে, এত তাড়াতাড়ি স্টারশিপ উৎক্ষেপণের পক্ষপাতী ছিলেন না এলন মাস্ক।
তবে বৃহস্পতিবার তাঁর সংস্থা ব্যর্থ হলেও কর্মীদের বাহবা জানিয়ে টুইট করেছেন বিশ্বের ধনীতম ব্যক্তি। তিনি বলেন, “খুবই কঠিন ছিল এই স্টারশিপ উৎক্ষেপণ। এমন বিশাল মাপের মহাকাশযান এই প্রথমবার উৎক্ষেপণ করা হল। এহেন পরিস্থিতিতে অসংখ্য রকেট ব্যর্থ হতেই পারে।” জানা গিয়েছে, কয়েক মাস পরে আবারও এই স্টারশিপ উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে মাস্কের। প্রথমবারের ব্যর্থতা থেকে শিক্ষা নেবেন বলে আশাবাদী মাস্ক।