shono
Advertisement

অনলাইন শপিং সাইট থেকে এল জন্মদিনের কেকও! স্বামীর কীর্তিতে অবাক স্ত্রী

স্ত্রীর ভাল লাগাকে প্রাধান্য দিয়েই এমন অভিনব ভাবনা ওই ব্যক্তির৷ The post অনলাইন শপিং সাইট থেকে এল জন্মদিনের কেকও! স্বামীর কীর্তিতে অবাক স্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 03:16 PM Jul 27, 2019Updated: 03:16 PM Jul 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী ছাড়া আর কেউই নেই মার্কিন নাগরিকের৷ সহধর্মিণীকে ভাল রাখার জন্য তাই প্রতিদিন কিছু না কিছু পরিকল্পনা করেন তিনি৷ স্ত্রী’র জন্মদিন বলে কথা, আর ওইদিন কোনও নতুনত্ব থাকবে না, তা তো হতে পারে না৷ সঙ্গিনীকে এক্কেবারে চমকে দিতে মার্কিন নাগরিক ব্র্যাড যা করলেন, তা দেখে অবাক সকলেই৷ হেসে খুন মহিলাও৷

Advertisement

স্ত্রীর ভাললাগা নিয়ে বড্ড বেশি চিন্তিত চল্লিশ পেরনো ব্র্যাড৷ আর জন্মদিনের মতো বড় একটা উপলক্ষ, তার গ্র্যান্ড সেলিব্রেশনের সুযোগ কি ছাড়া যায়? তাই ফি বছর বেশ বড় করেই পালন করেন তিনি৷ বাড়িতে বন্ধুবান্ধবদের আনাগোনা, উপহার বিনিময়, কেক কাটা, খাওয়াদাওয়া নতুন কিছুই নয়৷ কিন্তু বছরের পর বছর একইভাবে জন্মদিন পালন যেন কিছুটা ক্লিশে হয়ে গিয়েছিল৷ তাই স্বামী-স্ত্রী দুজনেই ভেবেছিলেন, ৩৯তম জন্মদিনটা হোক এক্কেবারে অন্যরকম৷

[আরও পড়ুন: স্কুলের তালা ভেঙে স্রেফ মশলা চুরি! ধারাবাহিক লুটপাঠের তদন্তে নেমে অবাক পুলিশ]

কিন্তু কীভাবে স্ত্রীকে চমক দেবেন, এই চিন্তাতেই দিনরাতের হিসাব প্রায় ভুলে গিয়েছিলেন ব্র্যাড৷ আচমকাই তাঁর মনে পড়ে গৃহকর্ত্রী ইদানীং বাড়িতে বসে কেনাকাটি করতেই বেশি ভালবাসেন৷ দিনরাত তিনি স্মার্টফোনে অনলাইন শপিং সাইটের দিকে নজর রাখছেন৷ শুধু তাই নয়, পোশাক থেকে ব্যাগ কিংবা লিপস্টিক বহু জিনিসপত্র কিনবেন ভেবে ‘অ্যাড টু কার্ট’ অপশনেও রেখেছেন৷ তাই স্ত্রীর এই ভাল লাগাকে প্রাধান্য দিয়েই অনুষ্ঠানে বদল আনবেন বলে পরিকল্পনা করেন স্বামী৷

ব্যস, যেমন ভাবনা তেমন কাজ৷ সোজা তিনি চলে যান কেকের দোকানে৷ ওই বিপণীর মালিককে অনুরোধ করেন আমাজনের প্রাইম প্যাকেজের আদলেই তৈরি করে দিতে হবে কেক৷ বেশ খানিকটা ভাবনাচিন্তার পর রাজি হয়ে যান দোকান মালিক৷ স্ত্রীর জন্মদিনে সুন্দর করে কেক সাজান তিনি৷ তার উপরে লাগান মোমবাতিও৷ নির্দিষ্ট দিনে বড়সড় আমাজানের প্যাকেট বাড়ির দোরগোড়ায় পৌঁছতেই ওই মহিলা অবশ্য অবাক৷ তিনি ভাবছেন, আমাজনের প্রাইম প্যাকেজের মধ্যে হয়তো কোনও পছন্দসই জিনিস উপহার হিসাবে রেখেছেন স্বামী৷ কিন্তু মুহূর্তের মধ্যেই বুঝতে পারেন, এ ভাবনা ভুল৷ আসলে উপহার নয়, পুরোটাই কেক৷ স্বামীর অভিনব ভাবনায় চমকে ওঠেন স্ত্রী৷

[ আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে নিজের মৃত্যুর ভুয়ো খবর! লাগাতার শোকবার্তায় অতিষ্ঠ সংবাদকর্মী]

কেকের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ওই মহিলা৷ স্বামীর কীর্তি ভাইরাল হতে বেশি সময় নেয়নি৷ যে দেখছেন, সেই এমন অভিনব ভাবনার তারিফ করছেন৷

The post অনলাইন শপিং সাইট থেকে এল জন্মদিনের কেকও! স্বামীর কীর্তিতে অবাক স্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার