shono
Advertisement

Breaking News

কেন্দ্রের আরজিতে সাড়া, ইডি অধিকর্তার মেয়াদ বাড়ানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

৩১ জুলাই শেষ হওয়ার কথা ছিল তাঁর মেয়াদ।
Posted: 05:00 PM Jul 27, 2023Updated: 05:07 PM Jul 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ৩১ জুলাইয়ের পর আর তাঁর পদে থাকতে পারবেন না ইডি (ED) অধিকর্তা সঞ্জয়কুমার মিশ্র (SK Mishra)। এরপরই শীর্ষ আদালতের কাছে এই মেয়াদ বাড়ানোর আরজি জানিয়েছিল কেন্দ্র। অবশেষে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সঞ্জয়ের মেয়াদ বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করল। যদিও কেন্দ্রের আরজি ছিল ১৫ অক্টোবর বাড়ানো হোক মেয়াদ।

Advertisement

উল্লেখ্য, ২০১৮ সালের নভেম্বরে প্রথমবার ইডি অধিকর্তার দায়িত্ব পান মিশ্র। প্রাথমিক ভাবে তাঁকে দু’বছরের জন্য ওই দায়িত্ব দেওয়া হয়েছিল। ২০২০ সালে নভেম্বরে সেই মেয়াদ শেষ হয়। সেবছরেরই মে মাসে তিনি ৬০ বছর পেরিয়ে যান। অর্থাৎ তখনই তাঁর অবসরের বয়স হয়ে গিয়েছিল।

[আরও পড়ুন: Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য সস্ত্রীক বিদেশ গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়]

কিন্তু ২০২০ সালের ১৩ নভেম্বর কেন্দ্র নির্দেশ দিয়ে তাঁর মেয়াদ দুই থেকে তিন বছর করে। সেই সময়ই কেন্দ্রের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ‘কমন কজ’ নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা। যদিও সুপ্রিম কোর্ট (Supreme Court) কেন্দ্রের নির্দেশকে বাতিল করেনি। কিন্তু জানিয়ে দিয়েছিল আর বাড়ানো যাবে না মিশ্রর মেয়াদ। কিন্তু সেই রায়ের পরও কেন্দ্র ২০২২ সালের নভেম্বরে মিশ্রর মেয়াদ ফের বাড়ায়। সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করে তাকে ‘বেআইনি’ আখ্যা দেয় সুপ্রিম কোর্ট। 

বিচারপতি বি আর গাভাই, বিক্রম নাথ ও সঞ্জয় কারোলের বেঞ্চ জানিয়ে দিয়েছিল, ৩১ জুলাইয়ের পরে আর ওই পদে থাকতে পারবেন না সঞ্জয়। এই পরিস্থিতিতে তাঁর মেয়াদ বাড়ানোর আরজি জানিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্র। সেই আরজিতে সাড়া দিয়ে দেড় মাস বাড়ল তাঁর মেয়াদ। 

[আরও পড়ুন: বিজেপির কৌশলে জল, বিধানসভায় মুলতুবি প্রস্তাব গ্রহণ করলেন স্পিকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement